সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিট পোলে মিলেছিল পূর্বাভাস৷ সেই ইঙ্গিতই বাস্তব রূপ নিল ২৩ মে৷ একের পর এক আসন দখল করে গেরুয়া শিবির৷ ফের একবার প্রধানমন্ত্রী হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদি৷ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও অভিনন্দন জানিয়েছেন তাঁকে৷ কারও শুভেচ্ছা বার্তা নিয়ে দেশের কেউই মাথা ঘামাননি৷ তবে মোদিকে শুভেচ্ছা জানিয়ে নেটদুনিয়ায় সমালোচনার শিকার হলেন শাবানা আজমি৷
কয়েকদিন আগেই রাজনৈতিক ইস্যুতে মুখ খুলে শিরোনামে চলে আসেন প্রবীণ অভিনেত্রী৷ শাবানা আজমি নাকি বলেছিলেন, মোদি ফের প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়বেন তিনি। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী সাফ জানান, এমন কোনও মন্তব্য তিনি করেননি। পুরোটাই ভুয়ো। ভুয়ো খবর রটানোর প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠেন শাবানা আজমি৷ ইচ্ছে করে কেউ বা কারা একথা রটিয়েছেন বলেও জানিয়েছিলেন তিনি। টুইটে তিনি লেখেন, “ভুল খবর ছড়ানো মোটেও ভাল কাজ নয়৷ এটা খুবই যন্ত্রণাদায়ক। হেরে যাওয়ার ভয়ে অনেকে এই কাজ করেন৷ এতবার মিথ্যে কথা বলবে যাতে মানুষ সেটাকেই সত্যি বলে মনে করবেন।” বিজেপির বিপুল জয়ের পর টুইটে অভিনেত্রী লেখেন, ‘‘ভারতবাসী তাঁদের জনমত দিয়েছেন। জয়ের জন্য নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা।” তবে এই টুইটের পরই নেটদুনিয়ায় সমালোচিত হয়েছেন তিনি৷ নেটিজেনদের একাংশ বলছেন, ‘‘মোদি তো জিতে গেলেন, আপনি কবে দেশ ছাড়ছেন?’’ কেউ কেউ আবার শাবানা আজমির পাকিস্তানে চলে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন।
বিজেপি বিরোধী হিসাবে পরিচিত শাবানা আজমি৷ এর আগেও একাধিকবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি৷ গেরুয়া শিবির ক্ষমতায় থাকলে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য বিপন্ন হবে বলেও দাবি করেছিলেন শাবানা আজমি৷ লোকসভা নির্বাচনের আগে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল প্রবীণ অভিনেত্রী৷
What a strong mandate the people of India have given. Congratulations @narendramodi and NDA led by BJP.
— Azmi Shabana (@AzmiShabana) May 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.