Advertisement
Advertisement

Breaking News

Sayantika Banerjee Mamata Banerjee

জন্মদিনে ‘দিদিমণি’ মমতার তরফে বিশেষ উপহার, সপ্তম স্বর্গে সায়ন্তিকা

কী বলছেন অভিনেত্রী?

Actress Sayantika Banerjee received special birthday gift from CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 13, 2023 12:48 pm
  • Updated:August 13, 2023 12:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দিদিমণির ‘ব্লু আইড গার্ল’। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী। গ্ল্যামার দুনিয়ার থেকে রাজনৈতিক ময়দানে এখন তুলনামূলক বেশি ব্যস্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দায়িত্বও বেড়েছে। সম্প্রতি রাজ্যের পর্যটন দফতরে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেত্রীকে। দেব-জিতের নায়িকা এখন পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান। পাশাপাশি দিন কয়েক আগেই ‘মহানায়ক’ সম্মানে ভূষিত হয়েছেন রাজ্য সরকারের তরফে। এবার জন্মদিনে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিশেষ উপহার পেলেন সায়ন্তিকা।

প্রসঙ্গত, বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে যে মুখ্যমন্ত্রীর দারুণ সখ্যতা, তা বোধহয় আর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। সায়ন্তিকাও তাঁর বেশ কাছের। ১২ আগস্ট শনিবার ছিল অভিনেত্রীর জন্মদিন। আর সেই প্রেক্ষিতেই প্রিয় পাত্রীকে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা পেয়ে আনন্দে আত্মহারা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সায়ন্তিকাকে চিঠি পাঠিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে লেখা- “প্রিয় সায়ন্তিকা, তোমার জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আগামীতে আসুক আরও সুখ, সমৃদ্ধি আর সাফল্য, এই আশাই রাখলাম। পরিবার পরিজনকে নিয়ে ভালো থেকো। সুস্থ থেকো। আনন্দে থেকো।” মুখ্যমন্ত্রীর তরফে পাওয়া চিঠি ইনস্টাগ্রামে শেয়ার করে সায়ন্তিকা লিখলেন, “আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ দিদিমণি।”

[আরও পড়ুন: রাত ৩টেয় বন্দুক হাতে সৃজিত-অনির্বাণকে শাসালেন প্রসেনজিৎ! শুটিং সেটে কী হল?]

প্রসঙ্গত, রাজনীতিতে যোগ দিয়েই তৃণমূলের টিকিটে ভোটে লড়ার সুযোগ পেয়েছিলেন। আদা-জল খেয়ে বাঁকুড়ার গরমে প্রচার সারলেও ব্যালট বক্সে আশার আলো দেখতে পাননি! তাতে কী? দলের একনিষ্ঠ কর্মীকে চিনতে ভুল করেননি তৃণমূল সুপ্রিমো। তাই ভোটে জিততে না পারলেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর থেকেই সবুজ শিবিরের হয়ে মঞ্চে সুর চড়াতে দেখা যায় সায়ন্তিকাকে। ভোটে হারের মুখ দেখলেও ময়দান ছেড়ে যাননি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: পয়লা সিরিজেই ছক্কা হাঁকালেন রাজ, মুচমুচে সংলাপ-অ্যাকশনে দুরন্ত শাশ্বত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement