Advertisement
Advertisement

Breaking News

Sandipta Sen

ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়বেন সন্দীপ্তা সেন, কী কী হবে বিয়েতে?

সন্দীপ্তার বিয়ের খবরে টলিপাড়া সরগরম।

Actress sandipta sen will get married with her Boyfriend| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 12, 2023 1:12 pm
  • Updated:October 12, 2023 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে সাত পাকে বাঁধা পড়লেন পরিণীতি চোপড়া। টলিউডও বা বাদ থাকে কেন! তাই তো এবার টলিপাড়ায় বিয়ের সানাই। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। চলতি বছরের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পরবেন অভিনেত্রী। তা কী কী হবে সন্দীপ্তার বিয়েতে?

সন্দীপ্তা একেবারেই ডেস্টিনেশন ওয়েডিংয়ে বিশ্বাসী নয়। বরং কলকাতাতেই বিয়ে করছেন। পরিবার ও বন্ধুবান্ধবের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পরবেন সন্দীপ্তা।

Advertisement

[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে গেল…’, ইজরায়েলের বিভীষিকাময় দিনের কথা নুসরতের মুখে]

সাজসজ্জাও ছিমছাম। সংবাদমাধ্যমকে সন্দীপ্তা জানিয়েছেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না।

বহুদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গেই বিয়ে করছেন সন্দীপ্তা। সৌম্য হইচই ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার পদে রয়েছেন।

Sandipta Sen on wedding rumours

২০০৭ সালে দুর্গা ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা (Sandipta Sen)। প্রথম ধারাবাহিক থেকেই নজর কেড়েছিলেন তিনি। আর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই সন্দীপ্তাকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জনও শুরু হয়। তাঁর প্রেম, বিয়ে নিয়েও মাঝে মধ্যে নানা খবর রটে। সেই সব গুঞ্জনে ইতি টানতেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। তবে এবার আর প্রেম নয়, বরং সন্দীপ্তার বিয়ের খবরে টলিপাড়া সরগরম।

[আরও পড়ুন: রণবীরের ‘রামায়ণ’-এ হনুমান সানি দেওল! ‘গদর ২’র সাফল্যের পরই বড় চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement