ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুকে কোলে নিয়ে আদর করছেন। সাদা-কালোর এমনই মিষ্টি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তাতেই নুসরত জাহানের (Nusrat Jahan) প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন এক নেটিজেন। তাঁকে যোগ্য জবাব দেন অভিনেত্রীও।
ছবির শুটিং করছিলেন সায়নী। তার মাঝেই শিশুটিকে কাছে পেয়ে কোলে টেনে নেন। আদরে ভরিয়ে দেন তাঁকে। সেই মুহূর্ত হয়েছিল ক্যামেরাবন্দি। মঙ্গলবার রাতে ছবিটি পোস্ট করেন সায়নী। তাতেই একজন লেখেন, “তৃণমূলের সবাই বাচ্চা সমেত ঘুরছে। আমি ভাবলাম আপনারও হয়তো…বাবার নাম তো পরে ঘোষণা হয়। এমনি বললাম। সিরিয়াসলি নেবেন না। আপনি আমার একজন প্রিয় শিল্পী। আপনার সাফল্য কামনা করি। ”
এই মন্তব্যের জবাব দিতে সময় নেননি সায়নী। অভিনেত্রী লেখেন, “খুবই নিম্নরুচির মন্তব্য। এমনি এমনিও বলবেন না, ব্যক্তিগত স্বাধীনতাগুলো ব্যক্তিগত হয়… বলা সহজ। আপনি ভাল থাকবেন, ভাল লাগল জেনে যে আপনি আমার কাজ পছন্দ করেন। আশাহত করবো না এই আশা রাখি।”
একুশের ভোটের (WB Elections 2021) আগে রাজনীতিতে যোগ দেন সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণে তৃণমূলের প্রার্থী হন। ভোটে জিততে না পারলেও তুমুল জনপ্রিয়তা পান সায়নী। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে ‘স্ট্রিট ফাইটার’ আখ্যা দেন। এরপরই যুব তৃণমূলের সভাপতি হন সায়নী। সেই দায়িত্ব পূরণ করার পাশাপাশি শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী হিসেবে। ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবির শুটিং করছেন সায়নী। ছবির নাম এখনও জানা যায়নি। তবে অনেকদিন পর শুটিং ফ্লোরে ফিরে বেশ খুশি অভিনেত্রী। সেকথাও টুইটারে জানান। আপলোড করেন ছবি।
শ্রদ্ধারূপেণ….
With the little angels!!pic.twitter.com/2SruGKnUld
— Saayoni Ghosh (@sayani06) October 13, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.