Advertisement
Advertisement

Breaking News

Saayoni Ghosh

শিশুর সঙ্গে ছবি পোস্ট করতেই নুসরতের প্রসঙ্গ তুলে সায়নীকে কটাক্ষ, যোগ্য জবাব অভিনেত্রীর

সিনেমার শুটিংয়ের মাঝেই ছবিটি তুলেছিলেন সায়নী।

Actress Saayoni Ghosh gave sharp reply to netizen who trolled her for posting picture with a baby | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suparna Majumder
  • Posted:October 19, 2021 12:25 pm
  • Updated:October 19, 2021 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুকে কোলে নিয়ে আদর করছেন। সাদা-কালোর এমনই মিষ্টি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।  তাতেই নুসরত জাহানের (Nusrat Jahan) প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন এক নেটিজেন। তাঁকে যোগ্য জবাব দেন অভিনেত্রীও। 

Saayoni Ghosh FB post

Advertisement

ছবির শুটিং করছিলেন সায়নী। তার মাঝেই শিশুটিকে কাছে পেয়ে কোলে টেনে নেন। আদরে ভরিয়ে দেন তাঁকে। সেই মুহূর্ত হয়েছিল ক্যামেরাবন্দি। মঙ্গলবার রাতে ছবিটি পোস্ট করেন সায়নী। তাতেই একজন লেখেন, “তৃণমূলের সবাই বাচ্চা সমেত ঘুরছে। আমি ভাবলাম আপনারও হয়তো…বাবার নাম তো পরে ঘোষণা হয়। এমনি বললাম। সিরিয়াসলি নেবেন না। আপনি আমার একজন প্রিয় শিল্পী। আপনার সাফল্য কামনা করি। ” 

[আরও পড়ুন: ‘হাসিনা কীভাবে এমন কাজ হতে দিতে পারেন?’ বাংলাদেশের হিংসার ঘটনায় প্রশ্ন জাভেদ আখতারের]

এই মন্তব্যের জবাব দিতে সময় নেননি সায়নী। অভিনেত্রী লেখেন, “খুবই নিম্নরুচির মন্তব্য। এমনি এমনিও বলবেন না, ব্যক্তিগত স্বাধীনতাগুলো ব্যক্তিগত হয়… বলা সহজ। আপনি ভাল থাকবেন, ভাল লাগল জেনে যে আপনি আমার কাজ পছন্দ করেন। আশাহত করবো না এই আশা রাখি।”

Saayoni Ghosh Comment

একুশের ভোটের (WB Elections 2021) আগে রাজনীতিতে যোগ দেন সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণে তৃণমূলের প্রার্থী হন। ভোটে জিততে না পারলেও তুমুল জনপ্রিয়তা পান সায়নী। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে ‘স্ট্রিট ফাইটার’ আখ্যা দেন। এরপরই যুব তৃণমূলের সভাপতি হন সায়নী। সেই দায়িত্ব পূরণ করার পাশাপাশি শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী হিসেবে। ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবির শুটিং করছেন সায়নী। ছবির নাম এখনও জানা যায়নি। তবে অনেকদিন পর শুটিং ফ্লোরে ফিরে বেশ খুশি অভিনেত্রী। সেকথাও টুইটারে জানান। আপলোড করেন ছবি। 

[আরও পড়ুন:Bangladesh Violence: ‘উপদ্রবকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন’, হাসিনা সরকারের কাছে আরজি টলিউড তারকাদের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement