Advertisement
Advertisement
Ruplekha Mitra

ফ্ল্যাট দুর্নীতি মামলায় বুধবার হাজিরা দেওয়া সম্ভব নয়, ইডিকে চিঠি অভিনেত্রী রূপলেখার

কেন বুধবার হাজিরা এড়াচ্ছেন রূপলেখা মিত্র?

Actress Ruplekha Mitra skips ED summon, sent letter | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2023 4:33 pm
  • Updated:September 9, 2023 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নুসরত জাহানের পর আরও এক অভিনেত্রীর নাম ফ্ল্যাট দুর্নীতি মামলায়। তিনি রূপলেখা মিত্র (Ruplekha Mitra)। গত বুধবার থেকেই সংবাদের শিরোনামে তিনি। ইডি সূত্রে খবর, ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে যে সংস্থা ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিযুক্ত, সেই কোম্পানিতে নুসরত জাহান ও রাকেশ সিংয়ের পাশাপাশি অন্যতম ডিরেক্টর ছিলেন রূপলেখা মিত্রও। ইডির তরফে আগামী বুধবার অভিনেত্রীকে তলব করা হয়েছে। তবে ওই দিন তিনি হাজিরা দিতে পারবেন না বলে চিঠি পাঠিয়েছেন ইডিকে।

সংবাদমাধ্যমের কাছে রূপলেখা জানিয়েছেন, নথিপত্র জোগাড় করার জন্য সময় দরকার। ২০১৩-১৪ সালের ওই সংস্থার ব্যালান্স শিট, মৌ চুক্তি-সহ সমস্ত নথিপত্র চাওয়া হয়েছে। এত কম সময়ে সেগুলো জোগাড় করা সম্ভব নয় বলেই জানিয়েছেন রূপলেখা। এপ্রসঙ্গে অভিনেত্রীর মন্তব্য, সমস্ত ব্যাংক স্টেটমেন্ট থাকলেও দশ বছর আগেকার সেসব নথিপত্র এত কম সময়ে জোগাড় করা মুশকিল। তাই ইডির কাছে সময় চেয়ে আবেদন জানিয়েছেন রুপলেখা মিত্র।

Advertisement

[আরও পড়ুন: ‘দেশের আরও উন্নতি হোক’, জন্মদিনে মহাকালেশ্বরের দরবারে ‘গেরুয়াধারী’ অক্ষয় কুমার]

অভিনেত্রী জানান, তিনি শুক্রবারই স্পিডপোস্টে চিঠি পাঠিয়েছেন। মেলও করেছেন ইডির দফতরে। তাছাড়াও সমস্ত নথিপত্র জোগাড় করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়তে চান তিনি। পাশাপাশি রূপলেখা জানান, ওই সংস্থার কোনও নথিতেই তাঁর সই নেই। আইনি সমস্তরকম পদক্ষেপ নিচ্ছেন রূপলেখা। এমতাবস্থায়, বয়স্ক মা-বাবাকে নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রূপলেখা মিত্র উত্তর কলকাতার মেয়ে। পড়়াশোনাও বাগবাজার মাল্টিপারপাস স্কুলে। স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা। তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অভিনয়জগতে শিকে ছেঁড়ে বছর বারো আগে। মাত্র ৩টি ছবিতে অভিনয়ের পরই গ্ল্যামারজগৎ থেকে সরে আসেন বলে দাবি করেছেন তিনি। ‘এগারো’, ‘কলি’, ‘ইচ্ছে’ ছবিতে দেখা গিয়েছিল রূপলেখাকে। তবে বর্তমানে নিজের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ে যুক্ত রূপলেখা মিত্র।

[আরও পড়ুন: নুসরতের পর ইডির তলব করা কে এই রূপলেখা? টলিউডের কতটা গভীরে শিকড় এই নায়িকার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement