Advertisement
Advertisement
Rupanjana Mitra

‘ওঁর মতো নেতা সব দলেই প্রয়োজন’, বুদ্ধদেব ভট্টাচার্যর প্রশংসা বিজেপির রূপাঞ্জনা মিত্রর

বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।

Bengal Polls: Actress Rupanjana Mitra praises CPM leader Buddhadeb Bhattacharjee | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 8, 2021 12:13 pm
  • Updated:April 9, 2021 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharjee) প্রশংসায় পঞ্চমুখ বিজেপির তারকা সদস্য রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। বুদ্ধবাবুর মতো নেতা সব দলেই প্রয়োজন। এমনটাই জানালেন অভিনেত্রী।

টেলিভিশন তারকা জিতু কমলের (Jeetu Kamal) পোস্টে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করেছেন রূপাঞ্জনা। ৮ এপ্রিল ভোররাতে নিজের ফেসবুক (Facebook) প্রোফাইলে জিতু লেখেন, “মাথায় রাখবেন, এখনও আমার এবং আমাদের এবং আপামর পশ্চিমবাংলার অভিভাবক জীবিত… তাই আমরা নির্ভীক, আমরা উদ্যমী, আমরা আমাদের লক্ষ্যে অবিচল…আর পিতৃতুল্য অভিভাবকের কথা শুনতে আমরা বদ্ধপরিকর…স্যার বুদ্ধদেব ভট্টাচার্য, আপনিই আমার সব…আপনিই আমার শুরু, আপনিই আমার শেষ।” জিতুর এই পোস্টের নিচেই রূপাঞ্জনা লেখেন, “ওঁর মতো নেতা সবদলেই প্রয়োজন… একটু ভদ্র লোকজন দরকার ভাই সব পার্টিতেই। সৎ নেতা।” তাঁর উত্তরে জিতু লেখেন, “একদমই তাই রূপাঞ্জনাদি… সেই কারণেই আমরা ওঁর পদচিহ্ন অনুসরণ করছি।” তাতে আবার জিতুকে শুভেচ্ছা জানান রূপাঞ্জনা।

Advertisement

Actress Rupanjana Mitra praises CPM leader Buddhadeb Bhattacharjee

[আরও পড়ুন: ছবি পোস্ট করে তৃণমূলের শুভেন্দু ও বিজেপির শুভেন্দুর পার্থক্য বোঝালেন শ্রীলেখা মিত্র]

উল্লেখ্য, বহুদিন ধরেই বিজেপির হয়ে কাজ করছেন রূপাঞ্জনা। তবে চলতি নির্বাচনে কোথাও প্রার্থী হননি তিনি। তবে বিজেপির (BJP) সক্রিয় কর্মী হিসেবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। বুধবার কোচবিহারের শীতলকুচিতে সভা সেরে ফেরার আগে আক্রান্ত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির রাজ্য সভাপতির দাবি, যে মাঠে তাঁর সভা হয়েছিল, সভা শেষে সেখানেই আগ্নেয়াস্ত্র-সহ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তাঁর গাড়িতেও দুটি বোমা পড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, আধলা ইট মেরে তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়। তাঁর নিজের গায়েও ইটের আঘাত লাগে বলে জানান দিলীপ ঘোষ। কনভয়ের অন্য গাড়িতেও বোমা পড়েছে বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। সেই ছবি শেয়ার করে ঘটনার তীব্র নিন্দা করেন রূপাঞ্জনা মিত্র। ফেসবুকে অভিনেত্রী লেখেন, “প্রথমে ওরা আপনাকে উপেক্ষা করবে, তারপর উপহাস করবে, তারপর লড়াই হবে আর আপনি জিতে যাবেন।” এরপরই লেখেন, “উনি যোদ্ধা, একজন নেতা। আপনাকে শ্রদ্ধা করি দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার তীব্র নিন্দা করছি।”

[আরও পড়ুন: ‘তুমি এই দেশেতেই থাকো’, অনির্বাণদের গানের পালটা জবাব দিলেন বাবুল-রুদ্রনীলরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement