Advertisement
Advertisement

Breaking News

Rituparna Sengupta

বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণা সেনগুপ্তকে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী!

আহমেদাবাদে যাচ্ছিলেন অভিনেত্রী।

Actress Rituparna Sengupta-was not allowed to board the Flight | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 29, 2022 3:07 pm
  • Updated:March 29, 2022 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবন্দরে বিপাকে পড়লেন টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক সময় মতো বিমানবন্দরে পৌঁছতে না পাড়ায় বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণাকে। অভিনেত্রীর কথায়, হাজার অনুরোধ করার পরেও বিমানসংস্থা বোর্ডিং করতে দেননি তাঁকে। আহমেদাবাদে যাচ্ছিলেন তিনি। বিমান সংস্থার গাফিলতির জন্যই এমনটা ঘটেছে বলে দাবি ঋতুপর্ণার। 

ঠিক কী ঘটে?

Advertisement

ঋতুপর্ণা (Rituparna Sengupta) এক সংবাদমাধ্যমকে জানান, আহমেদাবাদের বিমান ধরার জন্য বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ভোর ৪.৫৫। তিনি ১৯ নম্বর গেটের কাছে পৌঁছন ৫টা ১০ মিনিট থেকে ৫ টা ১২ মিনিটের মধ্যে। বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বোডিংয়ের সময় শেষ। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয় গেটের সামনে তাঁকে দেখতে না পেয়ে তাঁর নাম নাকি ঘোষণাও করা হয়েছিল। এমনকী, ফোনও করা হয়েছিল। তবে কোনও ফোন তিনি পাননি বলেই স্পষ্ট জানিয়েছেন ঋতুপর্ণা।

[আরও পড়ুন: R R R ঝড়ের মধ্যেই রাজামৌলিকে আনফলো করলেন আলিয়া! ব্যাপারটা কী? ]

একটি শুটিংয়ের কাজেই আহমেদাবাদে যাওয়ার কথা ছিল ঋতুপর্ণার। ঠিক সময় না পৌঁছলে প্রযোজকের ক্ষতি হবে সে কথা জানিয়ে বোর্ডিংয়ের জন্য অনুরোধও করেছিলেন তিনি। তবে ঋতুপর্ণার কোনও কথাই শোনেননি বিমানসংস্থা।

অভিনেত্রী জানান, আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, বিমানটি দাঁড়িয়ে রয়েছে। এমনকী, যাত্রীদের বিমানে ওঠার সিঁড়িটাও রয়েছে। তবুও আমাকে বোর্ডিং করতে দিল না। ঋতুপর্ণার কথায়, এই বিমান সংস্থার সঙ্গে বহুবার ট্র্যাভেল করেছি। আমাকে এই সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। তবে এরকম পরিস্থিতির শিকার কখনও হয়নি। এরকম পরিস্থিতির মুখে পড়ে কান্নায় ভেঙেও পড়েছিলেন অভিনেত্রী। 

Rituparna Sengupta looks hot in Gym Wear

[আরও পড়ুন: কনের সাজে ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা! চুপিচুপি বিয়েটা কি সেরে ফেললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement