সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনের (Christmas 2020) আগেই বড়দিন পালন করলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’-এর মুক ও বধির পড়ুয়াদের সান্তা ক্লজ হয়ে উঠলেন অভিনেত্রী। একসঙ্গে সাজালেন ক্রিসমাস ট্রি, কাটলেন কেক, দিলেন উপহার।
View this post on Instagram
বৃহস্পতিবার সকালেই ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফে’ পৌঁছে যান ঋতাভরী। গোলাপি-লাল পোশাকে সেজে একঝাঁক উপহার নিয়ে যান পড়ুয়াদের কাছে। করোনা (CoronaVirus) বিধি মানতে ঋতাভরী-সহ প্রত্যেকের মুখেই ছিল মাস্ক। তবে তাতে আনন্দে বিশেষ ঘাটতি হয়নি। প্রত্যেকের হাতে ক্রিসমাস ট্রি সাজানোর সামগ্রী তুলে দেন অভিনেত্রী। সাজানো-গোছানো পর্ব শেষ হয়ে গেলে ক্যামেরার সামনে পোজও দেন সকলের সঙ্গে। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “করতে পেরেছি! আমার বাচ্চাদের সঙ্গে আমার স্কুলের বড়দিন! সকলকে বড়দিনের শুভেচ্ছা।”
View this post on Instagram
১৬ বছর বয়স থেকেই ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফে’র ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত ঋতাভরী। তখন থেকেই পড়ুয়াদের সুখ-দুঃখের নানা মুহূর্তের সঙ্গী। গত বছর স্কুলের বাচ্চাদের জন্য একটি আস্ত লাইব্রেরি তৈরি করেছিলেন। যাতে তাঁরা পড়াশোনার সমস্তরকম সুযোগ হাতের কাছে পেয়ে যায়। শিক্ষা পাওয়ার বা জ্ঞান আহরণ করার অধিকার সকলের রয়েছে। সেই পথে বিশেষভাবে সক্ষম এই শিশুদের সমস্তরকম সাহায্য করেন অভিনেত্রী। অতিমারী পরিস্থিতিতেও প্রত্যেকের মুখে হাসি ফেরালেন। তাদের হাসিতেই নিজের হাসিও উজ্জ্বলতর করে তুললেন। কিছুদিন আগে নিজের ‘রূপ সাগরে’ মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন ঋতাভরী। সেখানেও অভিনেত্রী নিজের স্কুল হরিয়ানা বিদ্যা মন্দিরের স্মৃতি ফিরিয়েছিলেন গানের মাধ্যমে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.