বড়দিনে হাজারটি স্ক্রিনে, ৫টি ভাষায় মুক্তি পাচ্ছে দক্ষিণী অ্যাডাল্ট স্টারকে নিয়ে রিচা (Richa Chadda) অভিনীত ছবি ‘শাকিলা’। ছবি মুক্তির আগে তাঁর সঙ্গে কথা বললেন বিদিশা চট্টোপাধ্যায়।
আপনার ২০২০ কেমন কাটল?
আমার কাজ, অভিনয় নিয়ে ব্যস্ত ছিলাম। আশা করি বছরটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নতুন বছরে ম্যাজিকাল কিছু
ঘটুক এটাই চাইব।
একই সময়ে আপনার দু’টি ছবি মুক্তি পাচ্ছে। ‘আনপজড’ এবং ‘শাকিলা’। দক্ষিণের অ্যাডাল্ট স্টার শাকিলাকে নিয়ে তৈরি হওয়া ছবিতে ‘হ্যাঁ’ বলার কারণ কী?
আমার কাছে ওঁর ব্যক্তিগত জীবনটা খুবই ইন্টারেস্টিং লেগেছিল। শাকিলার (Shakeela) জীবনটা খুবই সিনেম্যাটিক। তাই এই ছবি করতে রাজি হয়েছি।
এই চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ কেমন ছিল?
শাকিলার মতো চরিত্রে অভিনয় করা খুবই কঠিন। কারণ, তাঁকে কেউ পছন্দ করে না, শ্রদ্ধা করে না, তাঁকে ঘেন্নাই করে। তাঁর ব্যক্তিগত জীবনের সমস্যা এবং লড়াইটা জানতে কেউ আগ্রহী নয়। শাকিলা একটি সাধারণ নারীর জীবনযাপন করবে, এটাও আশা করে না সমাজ। আমার কাছে গোটা বিষয়টা খুবই চ্যালেঞ্জিং লেগেছিল।
সাধারণত সেই সময় ছবিতে মহিলাদের অবজেক্টিফিকেশন ছিল সবকিছুর ক্ষেত্রে। এখন ২০২০-তে দাঁড়িয়ে সিনেমা কতটা বদলেছে বলে মনে হয়?
অবজেক্টিফিকেশন শুধু ভারতের সমস্যা নয়, এটা গ্লোবাল ইস্যু। আমাদের মতো পিতৃতান্ত্রিক সমাজে সিনেমা এবং সাহিত্যকে যে এটা প্রভাবিত করবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে হ্যাঁ, কিছু ফিল্মমেকারের মধ্যে হয়তো পরিবর্তন এসেছে। তবে এই সমস্যা একদিনে মেটার নয়।
বিদ্যা বালনকে (Vidya Balan) আমরা ‘ডার্টি পিকচার’-এ সিল্ক স্মিতার চরিত্রে দেখেছিলাম। আপনার সঙ্গে এবার তো তুলনা আসবেই!
তুলনা হলে সত্যিই কিছু করার নেই। দশ বছর আগে ‘ডার্টি পিকচার’ দেখে আমারও খুব ভাল লেগেছিল। এই দুই নারী একই ইন্ডাস্ট্রির এবং কাছাকাছি সময়ে কাজ করেছেন। তাই তুলনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাতে আমার কিছু এসে যায় না।
‘মাসান’-এর পর আবার পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে এই ছবিতে!
হি ইজ সিম্পলি অ্যামেজিং! আমার খুব আনন্দ হয় এটা দেখে যে, পঙ্কজ এত ভাল কাজ করছে, জনপ্রিয় হয়েছে।
আপনার সঙ্গে আলি ফজলের বিয়েটা তো পিছিয়ে গেল। আগামী বছর সেলিব্রেশন কোন সময়ে হবে?
আমরা এখনও ফাইনালাইজ করিনি। করলে নিশ্চয়ই জানতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.