Advertisement
Advertisement

Breaking News

TMC

Exclusive: এবার তৃণমূলে যোগ দিচ্ছেন ‘দিদি নম্বর ওয়ান’! তুঙ্গে জল্পনা

বুধবারই দলীয় পতাকা হাতে তুলেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

Actress Rachana Banerjee may join TMC ahead of Assembly Polls 2021 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 3, 2021 2:51 pm
  • Updated:March 3, 2021 3:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশের ভোটের আগে তৃণমূলে তারকা সমাবেশ। বুধবারই দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে, দিদির হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।

তৃণমূলের বিশ্বস্ত সূত্রে খবর, ইতিমধ্যেই দলে যোগ নিয়ে রচনার সঙ্গে কথাবার্তা হয়েছে শাসকদলের। তারপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কবে তিনি যোগ দেবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: শ্রাবন্তীর বিজেপিতে যোগদান নিয়ে মুখ খুললেন রোশন, কী বললেন অভিনেত্রীর স্বামী?]

ভোটের আগে দলবদলের পালা যেমন চলছে, তেমনই পাল্লা দিয়ে বড় ও ছোটপর্দার তারকারা নাম লেখাচ্ছেন সক্রিয় রাজনীতিতে। সেই ধারা বজায় রেখেই এদিন তৃণমূলে যোগ দেন সায়ন্তিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান তিনি।

আসন্ন ভোটের (WB Assembly Polls 2021) আগে ঘাসফুল শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী (Raj Chakrabarty), মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসকদলে নাম লিখিয়েছেন।

বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, উড়িয়া, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন রচনা। ১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তাঁর ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়। এবার সেই অভিনেত্রীকেই দেখা যেতে পারে রাজনীতির ময়দানে।

[আরও পড়ুন: পিছিয়ে দেওয়া হোক ভোটের ফলপ্রকাশের দিন, নেটদুনিয়ায় আবেদন অনীক দত্তর]

তারকা যোগের ট্রেন্ডে পিছিয়ে নেই পদ্ম শিবিরও। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), যশ দাশগুপ্ত (Yash Dasgupta), পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায়, পায়েল সরকারের মতো তারকারা যোগ দিয়েছেন ভারতীয় জনতা দলে। আবার সোমবারই ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে বিজেপিতে আসেন অভিনেত্রী শ্রাবন্তী। আগামিদিনে আরও চমক অপেক্ষা করছে বলেই খবর বিজেপি সূত্রে খবর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement