Advertisement
Advertisement
Puja Banerjee

গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন পূজা বন্দ্যোপাধ্যায়ের! কেমন আছেন অভিনেত্রী?

ছবির কাজের ব্যস্ততার মাঝেই বিপাকে পূজা।

Actress Puja Banerjees family saved as-fire broke out at her place| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 18, 2024 2:53 pm
  • Updated:January 18, 2024 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার মুখ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। গ্যাস সিলিল্ডার লিক করে আগুন লাগে পূজার বাড়িতে। বাড়িতে তখন উপস্থিত ছিলেন পূজা ও তাঁর পরিবার। জানা গিয়েছে, আগুন লাগলেও, বড়সড় কোনও ক্ষতি হয়নি। অভিনেত্রী ও তাঁর পরিবার সুস্থই রয়েছেন।

এই দুর্ঘটনার পর অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে লিখলেন, ”অল্পের জন্য বেঁচে গিয়েছি৷ বাড়িতে আগুন লেগে গিয়েছিল৷ ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি৷”

Advertisement
পূজার ইনস্টাগ্রাম স্টোরি।

[আরও পড়ুন: ইয়েমেনে হাউথি ঘাঁটিতে ফের মিসাইল হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আগুন?]

মুম্বইয়ে থাকলেও, ইদানিং টলিপাড়ায় বেশ কয়েকটি কাজ করছেন পূজা। রিয়্যালিটি শোয়ের বিচারক হওয়ার পাশাপাশি নতুন ওয়েব সিরিজ ক্যাবারে-তে দেখা যাবে পূজাকে। এই সিরিজে পূজার সঙ্গে দেখা যাবে সত্যম ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়কে। এই ছবিতে এক নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করছেন পূজা। আর সত্যম হচ্ছেন নকশাল নেতা। ছয়ের এবং সাতের দশকের কলকাতা উঠে আসবে এই সিরিজে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

টলিউডে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যার মধ্যে দেবের সঙ্গে ‘চ্যালেঞ্জ টু’, ‘হইচই আনলিমিটেড’ জনপ্রিয়। অন্যদিকে টেলিভিশনেও বেশ পপুলার পূজা বন্দ্য়োপাধ্যায়। ‘দেব কা দেব মহাদেব’ ধারাবাহিকে পূজার অভিনয় নজর কেড়েছিল।

[আরও পড়ুন: হামাসকে সমর্থন মিয়া খলিফার! তেড়ে এলেন ইহুদি মহিলা, তার পর…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement