সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাথটবে নুসরত জাহান (Nusrat Jahan)। কালো পোশাকে যেন ‘রাতপরী’ হয়ে উঠেছেন অভিনেত্রী। অনুরাগীরা বলছেন, “দেখে যেন চোখ ফেরানোই দায় হয়ে উঠেছে!” সম্প্রতি বাথটবে একটি ফটোশুট করিয়েছেন অভিনেত্রী। সেই শুট থেকেই কয়েকটা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। যা নেটদুনিয়ায় এখন ভাইরাল।
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই অভিনেত্রী খবরের শিরোনামে। TikTok অ্যাপ নিষিদ্ধ হওয়া নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন সাংসদ-অভিনেত্রী। চিনা অ্যাপের স্বদেশি বিকল্প চেয়ে একপ্রকার নেটিজেনদেরই রোষানলেই পড়তে হয়েছে তাঁকে। “TikTok নিষিদ্ধ করলেই কি ইন্দো-চিন সমস্যার সমাধান হবে? প্রধানমন্ত্রীর চিন সফর থেকেই বা আমরা কী পেলাম?” প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন নুসরত। তবে, সংবাদমাধ্যমের কাছে অ্যাপ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ নিয়ে মন্তব্য করাকালীন “নাসা থেকে লোক নিয়ে এসে সমস্যা সমাধান করার” বেফাঁস মন্তব্য করেই বিপাকে পড়েন তিনি।
তবে সমালোচকদের কথায় কোনও দিনই কান দিতে নারাজ নুসরত। গত বছর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় থেকে এযাবৎকাল বহুবার নেটিজেনদের রোষে পড়ে ট্রোলড হয়েছেন। হিন্দু ঘরে বিয়ে করেও মৌলবাদীদের ফতোয়ার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে, গত ১ বছরে নুসরত এমন বহু কাজ করেছেন, যা সমালোচকদের মুখও বন্ধ করে দিয়েছে কখনও কখনও। লকডাউনেও রান্না করে, বই পড়ে, ক্যানভাসে রং-তুলি নিয়ে ছবি আঁকতে দেখা গিয়েছে তাঁকে। আসলে জীবনটাকে এভাবেই উপভোগ করতে ভালবাসেন অভিনেত্রী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.