Advertisement
Advertisement

Breaking News

Actress Nusrat Jahan

Nusrat Jahan: ‘পর্ন ছবিতে অভিনয় করুন’, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কটাক্ষের শিকার নুসরত

বিছানায় শুয়ে ছবি পোস্ট করে সমালোচিত অভিনেত্রী-সাংসদ।

Actress Nusrat Jahan again trolls for sharing her bedroom photos । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2022 12:05 pm
  • Updated:July 17, 2022 12:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় বরাবরই বেশ সক্রিয় তিনি। প্রতিদিন নতুন নতুন আপডেট দিয়েই চলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan)। আরও একবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার হলেন তিনি। ‘পর্নোগ্রাফিতে অভিনয় করার’ মতো পরামর্শও দেওয়া হল অভিনেত্রীকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। দু’টিই বেডরুমে বিছানার উপর শুয়ে থাকা অবস্থায় তোলা হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ক্যাপশনে লিখেছেন, “ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ”। আদতে এধরনের ক্যাপশনের মাধ্যমে অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই অভিনেত্রী-সাংসদ বোঝাতে চেয়েছেন বলেই দাবি তাঁর ঘনিষ্ঠমহলের।

Advertisement

[আরও পড়ুন: বিলাসবহুল বাড়ি-গাড়ি, সুস্মিতা-ললিতের সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো]

নুসরত জাহানের ছবি পোস্ট হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ ছবির ক্ষেত্রেও অন্যথা হয়নি। একদল নেটিজেন নুসরতের ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই তাঁর রূপের প্রশংসা করেছেন।

Nusrat Jahan

তবে সমালোচকেরও অভাব নেই। কেউ কেউ আরও একবার ধর্মের কথা উল্লেখ করে এই ধরনের ছবির জন্য খোঁচা দিয়েছেন নুসরতকে। 

Nusrat

আবার অনেক সমালোচক তাঁর রাজনৈতিক পরিচিতির কথা আরও একবার স্মরণ করিয়ে দেন। একজন সাংসদের এই ধরনের পোশাক পরে ‘খোলামেলা’ ছবি দেওয়া অনুচিত বলেই মত তাঁদের।

Nusrat আবার এক নেটিজেন তাঁকে পর্ন ছবিতে অভিনয় করার প্রস্তাব দিয়েছেন। সেই ভিডিওটি দেখার ইচ্ছাপ্রকাশও করেছেন।

Nusrat

দাম্পত্য, বিচ্ছেদ, বিচ্ছেদের পর প্রেম এমনকী সন্তানের জন্ম – নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। তাঁর একের পর এক ভাইরাল ছবি নিয়েও আলোচনা হয়েছে যথেষ্ট। তবে বরাবরের মতো এবারও সমালোচনায় কান দিতে নারাজ নুসরত জাহান। কারণ, তিনি সবসময় নিজের শর্তে বাঁচেন। তাই তো নেটিজেনদের সমালোচনায় কান দেননি অভিনেত্রী-সাংসদ। পরিবর্তে যশ এবং ছোট্ট ঈশানকে নিয়ে সুখে দিন কাটছে তাঁর।

[আরও পড়ুন: বলিউডে রাজ চক্রবর্তী! কোন সিনেমা তৈরি করতে চলেছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement