Advertisement
Advertisement
Nargis Fakhri

প্রাক্তন প্রেমিককে জ্যান্ত জ্বালিয়ে খুন! গ্রেপ্তার নার্গিস ফকরির বোন

প্রাক্তন প্রেমিকের বান্ধবীকেও খুন করার অভিযোগ রয়েছে নার্গিসের বোনের বিরুদ্ধে।

Nargis Fakhri’s sister reportedly arrested in connection with the deaths of her ex-boyfriend
Published by: Suparna Majumder
  • Posted:December 3, 2024 9:11 am
  • Updated:December 3, 2024 12:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে খুন করেছেন। এমনই সংঘাতিক অভিযোগ উঠেছে নার্গিস ফকরির (Nargis Fakhri) বোনের বিরুদ্ধে। আমেরিকার কুইনস এলাকার বাসিন্দা আলিয়া ফকরি (Aliya Fakhri)। জোড়া খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

Nargis-Sister

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৪৩ বছরের আলিয়ার জন্ম কুইনস এলাকাতেই। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তাঁর বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। অভিযোগ, দুজন যখন একটি গ্যারেজে ছিলেন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় বলেই খবর।

জানা গিয়েছে, ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছে। তাঁরা অনেকেই আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এঁদের মধ্যে একজন নাকি আবার জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছেন আলিয়া। কিন্তু সেই সময় তাঁরা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, আলিয়ার জামিনের আবেদন নামঞ্জুর হয়ে গিয়েছে।

 

জেকবস যে এক বছর আগেই আলিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছিলেন সেকথা তাঁর মা-ও জানান। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে জেকবের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। তবে স্টারের সঙ্গে যে জেকবের কোনও সম্পর্ক ছিল তা তিনি অস্বীকার করেছেন। জেকবের মায়ের দাবি, তাঁরা শুধুই বন্ধু ছিলেন। এদিকে আলিয়ার মায়ের দাবি, তাঁর মেয়ে নির্দোষ। তিনি জানান, আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তিনি এমন কাজ করতেই পারেন না।

উল্লেখ্য, ‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’র মতো সিনেমা দিয়ে বলিউড সফর শুরু করেছিলেন নার্গিস। অভিনয়ে তেমন নজর কাড়তে না পারলেও তাঁর রূপমুগ্ধর সংখ্যা নেহাত কম নয়। এক সময় উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস। ২০১৭ সালে দুজনের বিচ্ছেদ হয়। এর পর পরিচালক ম্যাট আলোনজোর প্রেমে পড়েন নার্গিস। অল্প সময়ে সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২৪ সালে অভিনেত্রীর একটিও সিনেমা মুক্তি পায়নি। তবে ২০২৫ সালে তাঁকে ‘হাউজফুল ৫’ সিনেমায় দেখা যাবে। তেলুগু সিনেমা ‘হরি হর বীরা মাল্লু’তেও অভিনয় করেছেন নার্গিস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement