সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তর্ক-বিতর্ক যতই থাক, নুসরত জাহান সবসময়ে পজিটিভ। একাধিকবার একাধিক কারণে বিতর্কের শিরোনামে থাকলেও নিন্দুকদের কথায় কান দিতে নারাজ তিনি। নিজের শর্তে চলতেই তিনি পছন্দ করেন বরাবর। এবার ব্যক্তিগতজীবন নিয়ে ভক্তদের সঙ্গে খুল্লামখুল্লা আড্ডায় নুসরত (Nusrat Jahan)।
শুক্রবার ডলি জৈনের সঙ্গে বিশেষ শুটের মাঝেই ইনস্টাগ্রামে AskMe সেশন করেন সাংসদ অভিনেত্রী। যেখানে অনুরাগীদের সরাসরি প্রশ্ন করার রাস্তা খুলে দেন তিনি। আর সেই পর্বেই তাঁর জীবন নিয়ে ভক্তদের একের পর এক কৌতূহল মেটালেন নুসরত। কেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে ছবি তোলেন না? ফাঁস করলেন সেই কথাও।
প্রসঙ্গত, ২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। দুই তারকার ব্যক্তিগত জীবন তখন চর্চার কেন্দ্রবিন্দুতে! নিত্যদিন খবরের শিরোনামে তাঁরা। তারপর নুসরতের কোল আলো করে এল ইশান। বিতর্ক দূরে ঠেলে যশের সঙ্গেই সুখের ঘরকন্না পাতলেন অভিনেত্রী। তবে যশের (Yash Nusrat) মা-বাবার সঙ্গে কখনও তাঁর ছবি দেখা যায়নি। তার নেপথ্যের কারণ জানতেই সরাসরি নায়িকাকে প্রশ্ন করেন এক অনুরাগী। তার উত্তরে নুসরত জাহান বলেন, “আসলে সব বাবা-মায়েদেরই ক্যামেরা থেকে আড়ালে থাকা পছন্দের।”
আরেক অনুরাগীর প্রশ্ন আপনার জীবনে কোনও কিছু মুখে ফেলতে হলে, সেটা কী? এর উত্তরে সাংসদ নায়িকা বলেন, “কোনওটাই না। যা হয়েছে সব ভুলে যেতে চাই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.