Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

‘শিবই সত্য’, বছরের শুরুতেই বেনারসে মিমি, শুনতে হল ‘জয় শ্রীরাম’ ধ্বনি!

ভোটের আগে বেনারসে ভ্রমণে তারকা সাংসদ।

Actress MP Mimi Chakraborty visits Benaras | Sangbad Pratidin

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 10, 2024 4:23 pm
  • Updated:January 10, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের শুরুতেই বেনারস ভ্রমণে মিমি চক্রবর্তী। সদ্য ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন যাহা বলিব সত্য বলিব সিরিজ দিয়ে। যেখানে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি সাংসদও তিনি। সামনেই লোকসভা ভোট। তারকা রাজনীতিকদের দিকে বিশেষ নজর থাকবে, সেটাই স্বাভাবিক। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) ক্ষেত্রেও তার অন্যথা হল না।

বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করেছেন মিমি। কখনও অভিনেত্রীকে দেখা গেল বেনারসের ঘাটে মন দিয়ে গঙ্গারতি দেখতে। আবার কখনও বা ঘাটের শিবমন্দিরে ঢুঁ মারতে। ক্যাপশনে লেখা- “শিবই সত্য”।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা ভোটে চাঁদনি চকের প্রার্থী অক্ষয়! চমক দিতে পারে বিজেপি]

মিমি চক্রবর্তী এমনিতেই ঈশ্বর বিশ্বাসী। মাঝেমধ্যেই অভিনেত্রীকে পুজোআর্চা করতে দেখা যায়। এবার বেনারসেও ‘আধ্যাত্মিক মিমি’কে দেখা গেল। বিশ্বনাথ দর্শনে গিয়েছেন তিনি। তাঁর পোস্ট করা ভিডিওর কমেন্ট বক্সেই একাধিক নেটিজেনকে দেখা গেল- ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে। যদিও কোনও প্রত্যুত্তর করেননি অভিনেত্রী। কেউ বা আবার প্রশ্ন ছুঁড়ে বসলেন, আশা করি, “আপনি অন্তত ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে রেগে যাবেন না!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by মিমি চক্রবর্তী (@mimichakraborty)

[আরও পড়ুন: ‘আহা! উস্তাদজির হাতের সেই বিরিয়ানি’, নস্ট্যালজিয়ায় ভাসলেন মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement