সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : রাজনীতির ময়দান থেকে বেশ কিছুদিনের ছুটি নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakrabarty)। কয়েকদিন ধরে তাঁর ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় বেশ খোশমেজাজে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সেই সব ছবি নেটজনতার প্রশংসাও কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ট্রেন্ড ‘পাওরি হো রহি হ্যায়’ (Pawri Ho Rahi Hai)-তে গা ভাসিয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর তাতেই ট্রোলড হতে হয়েছে যাদবপুরের সাংসদ মিমিকে।
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ডানানিরের একটি ভিডিও। সেই ভিডিও’র উপর যশরাজ মুখাটে নামে এক ব্যক্তি প্যারোডি তৈরি করেন। তা ফলো করতে শুরু করেন অনেকেই। সেই ট্রেন্ডই এবার ফলো করেছেন মিমি।
View this post on Instagram
যার পরেই নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছে মিমির কমেন্ট বক্সে। একজন প্রশ্ন করেছেন, সামনে ভোট আসছে। ভোট শেষে এমন নাচ হবে তো? আবার অনেকে ‘পাগলের দল’ বলেও কটাক্ষ করেছেন। আবার একজন লিখেছেন, ভোটের আগে জনতার সেবায় মন দেওয়া উচিত। পার্টি তো পরেও করা যাবে। মিমির রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষ করতে দেখা গিয়েছে অনেককে।
অবশ্য মিমির এই ছোট্ট ছুটিতে তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন বিজেপিতে যোগ দেওয়া পার্ণো মিত্রও (Parno Mitra)। কিন্তু যেভাবে তারকারা এখন দলবদল করছেন, তাতে পার্ণো ও মিমিকে নিয়ে জল্পনা তুঙ্গে। মিমি গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন নাকি পার্ণো যেতে পারেন তৃণমূলে, সেই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনীতির অন্দরে। এছাড়াও মিমির সঙ্গে রয়েছেন টলিউডের সেলেব স্টাইলিস্ট সন্দীপ স্যান্ডি ঘোষাল। অন্যজন অঙ্কিতা। তবে যে যাই বলুন না কেন, গোয়ায় গিয়ে দুই বন্ধু যে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন, তা একের পর এক ছবি দেখেই স্পষ্ট। নানারকম ফটোশুটে মন জয় করেছেন অনুরাগীদের।
View this post on Instagram
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.