Advertisement
Advertisement

Breaking News

Mahira Sharma

মাহিরা শর্মার প্রেমে হাবুডুবু মহম্মদ সিরাজ! আইপিএল নিলামের মাঝেই উঠল শোরগোল

কে এই মাহিরা শর্মা?

Mahira Sharma Dating Mohammed Siraj
Published by: Akash Misra
  • Posted:November 25, 2024 8:37 pm
  • Updated:November 26, 2024 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামে ১২.৫ কোটি টাকায় গুজরাট টাইটানসের দলে নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের লড়াকু পেসার মহম্মদ সিরাজ। তবে খবরটা মোটেই আইপিএল নিয়ে নয়, বরং এই খেলার পাশাপাশি সিরাজ নাকি মেতেছেন প্রেমের খেলায়! হ্যাঁ, ঠিক পড়েছেন। মুম্বইয়ে এখন কান পাতলে শোনা যাচ্ছে, অভিনেত্রী মাহিরা শর্মার প্রেমেই নাকি হাবুডুব খাচ্ছেন সিরাজ। তবে আগুন কিন্তু শুধুই সিরাজের হৃদয়ে নয়। প্রেমের আগুন জ্বলেছে মাহিরার মনেও!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahira Sharma (@mahirasharma)

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বলিউডে সদ্য পা দিয়েছেন মাহিরা। তবে নাগিন ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। এর পর ‘কুন্ডলী ভাগ্য’, ‘বেপনাহ পেয়ার’ ধারাবাহিকেই দর্শকদের মন কেড়ে নেন। ২০০৬ সালে বিগ বসেও এসেছিলেন। বিগ বসের ঘরের অন্দরে দারুণ খেলে চমকে দিয়েছিলেন সবাইকে। তারপর থেকেই মাহিরা বেশ জনপ্রিয় বিটাউনে। এমনকী, সোশাল মিডিয়াতেও সুপারহিট মাহিরা।

সূত্র বলছে, মাহিরার প্রতি সিরাজের প্রেম নতুন নয়। প্রথম থেকেই নাকি মাহিরাকে ইনস্টাগ্রামে ফলো করেন সিরাজ। এমনকী, নেটিজেনরা লক্ষ্য করেছেন যখনই মাহিরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করতেন। টুক করে লাইক পড়ত সিরাজের। তবে এই ভালোলাগা বা ভালোবাসা নিয়ে মুখ খোলেননি সিরাজ বা মাহিরা কেউই। কিন্তু কথায় আছে, যা রটে তার কিছু তো বটে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement