Advertisement
Advertisement

Breaking News

Mahie Gill

চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী মাহি গিল, পাত্র কে?

বিয়ের আগেই সন্তানের জন্ম দিয়েছিলেন 'দেব ডি' সিনেমার নায়িকা।

Actress Mahie Gill has confirmed that she is married to Ravi Kesar | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 18, 2023 5:03 pm
  • Updated:April 18, 2023 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন মাহি গিল (Mahie Gill)। আবার আচমকাই সংবাদমাধ্যমকে জানালেন এই খবর। অভিনেত্রীর স্বামীর নাম রবি কেশর। শোনা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে প্রেম করছিলেন দু’জন। পরে বিয়ের সিদ্ধান্ত নেন।

Mahi-Husband-1

Advertisement

২০০৩ সালে ‘হাওয়ায়ে’ সিনেমার মাধ্যমে বলিউডে সফর শুরু করেন মাহি। তারপর ‘দেব ডি’, ‘গুলাল’, ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। সলমন খানের ‘দাবাং’ সিনেমার সিরিজে আরবাজ খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মাহি।

[আরও পড়ুন: সিনেমায় কাজ দেওয়ার টোপ দিয়ে দেহব্যবসা! পুলিশের হাতে গ্রেপ্তার কাস্টিং পরিচালক]

এর আগে ২০১৯ সালে মাহি আচমকাই জানিয়েছিলেন, তাঁর একটি মেয়ে রয়েছে। সেই সময় প্রশ্ন উঠেছিল, অবিবাহিত অভিনেত্রী কি সারোগেসির মাধ্যমে মা হয়েছেন না কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন? মাহি জানান, গর্ভধারণ করেই তিনি মেয়ের জন্ম দিয়েছেন। আর নাম রেখেছেন ভেরোনিকা।

Mahi-Husband

মাহির স্বামী রবি কেশরও অভিনেতা। পাঞ্জাবি ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। মাহি অভিনীত ‘ফিক্সার’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রবি। ২০১৪ সালে মুক্তি পাওয়া মাহি প্রযোজিত ‘মাওয়াড়’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। স্বামী ও সন্তান নিয়ে এখন গোয়ায় থাকেন মাহি।

[আরও পড়ুন: ‘পরিশ্রম করো, পরিবারকে নিয়ে সিনেমা দেখতে পারবে!’, ভক্তদের উপদেশ সলমনের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement