সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে করেছেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সবে শুরু করেছেন নতুন সংসার। কয়েকদিন আগে ভিকির জন্য নিজে হাতে হালুয়া বানিয়ে ছিলেন ক্যাট। সেই হালুয়া খেয়ে ভিকি তো একেবারে পাগল। হালুয়া খেয়ে ভিকি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এই হালুয়া বিশ্ব সেরা!’ ভালই চলছিল ভিকি ও ক্যাটরিনার মিষ্টি সংসার। কিন্তু দুম করে দাম্পত্য়ের মাঝে ঢুকে পড়ল কর্ম! আগেই নতুন বউকে ঘরে ছেড়ে কাজে যোগ দিয়েছেন ভিকি কৌশল। আর এবার ক্যাটরিনাও শুরু করলেন নতুন ছবির কাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্যাটের একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, পরিচালক শ্রীরাম রাঘবনের কাছ থেকে দৃশ্য বুঝে নিচ্ছেন ক্যাটরিনা। পরনে তাঁর হাঁটু উচ্চতার স্কার্ট ও গোলাপি রঙের শ্রাগ।
সম্প্রতি ভিকি কৌশল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ফের কাজ শুরুর ইঙ্গিত দিয়ে ছিলেন। ইনস্টাতে একটি ছবি পোস্ট করে ভিকি কৌশল লিখেছিলেন, প্রথমে চা, তারপর কাজ!
মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’ ছবির শুটিংয়েই ব্যস্ত রয়েছেন ভিকি কৌশল। স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশের জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। ভিকির সঙ্গে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ফতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে।
View this post on Instagram
তবে শুধু পরিচালক শ্রীরাম রাঘবনের সঙ্গেই নয়, শোনা যাচ্ছে জানুয়ারি মাসেই নাকি দিল্লিতে রওনা দেবেন ক্যাটরিনা কাইফ। সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির বাদ বাকি শুটিং করবেন ক্যাটরিনা। জানা গিয়েছে, প্রায় ১৫ দিন ধরে ভিকির থেকে দূরে থেকে সলমনের সঙ্গে শুটিং করবেন ক্যাট। সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে পৌঁছে অ্যাকশন দৃশ্য়ের শুটিং করবেন অভিনেত্রী। বিয়ে থাকার কারণেই নাকি আগে এই দৃশ্যগুলো অভিনয় করতে চাননি তিনি। আসলে বলিউডের এই নবদম্পতি একটু জলদিই বুঝে গেলেন প্রেমে মন ভরলেও, পেট ভরবে না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.