Advertisement
Advertisement

Breaking News

Katrina Kaif

এক কাপ কফিতে তোমাকে চাই! ব্রেকফাস্ট টেবিলে ভিকির শরীরে মিশে গেলেন ক্যাটরিনা

ছবি পোস্ট করে সংসার ভাঙার গুঞ্জনে ইতি টানলেন ক্যাট।

Katrina Kaif And Vicky Kaushal's
Published by: Akash Misra
  • Posted:July 8, 2023 1:34 pm
  • Updated:July 8, 2023 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাশাপাশি দুজন, এক কাপ কফি আর একরাশ ভালবাসা। ভোরের আলো গায়ে মেখে ভিকিকে কাছে টানলেন ক্যাটরিনা। ভিকির চোখে রাখলেন চোখ। আলতো আদর। স্বামীর শরীরে যেন মিশে গেলেন ক্যাটরিনা। এক কাপ কফি থেকেই প্রেম যেন আরও বেশি উষ্ণতা পেল।

হ্যাঁ, সম্প্রতি ভিকিকে সঙ্গে নিয়ে এরকমই একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল দম্পতিকে। ছবি পোস্ট করে ক্যাট লিখলেন, ‘কফি মর্নিং… সেরা!’

Advertisement

[আরও পড়ুন: ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]

দিন কয়েক আগেই স্ত্রীর দরাজ প্রশংসা করে ভিকি বলেছিলেন, “কৌশল পরিবারের ‘বউমা’ ক্যাট সুন্দরী পুরোদস্তুর সংসারি হয়ে উঠেছেন।” কীভাবে? একেবার কড়া হাতে সংসার খরচের পাই-পয়সার হিসেব রাখেন অভিনেত্রী। প্রতি সপ্তাহে বাড়ির পরিচারকদের টিম নিয়ে মিটিংয়ে বসেন ক্যাটরিনা। সব কর্মীদের ডাকেন এবং সংসারে কোথা থেকে কী খরচ হচ্ছে, কিংবা আর কত টাকা ব্যয় হতে পারে? সবটা আলোচনা করেন। অবশ্য় এসবের মাঝে হঠাৎ করে শোনা গিয়েছিল ভাঙনের খবরও। তবে সেটা যে একেবারেই গুঞ্জন, তার প্রমাণ ক্যাটরিনার পোস্ট করা এই ছবিই।

[আরও পড়ুন: নিজের বিরুদ্ধেই মামলা দায়ের করলেন পরমব্রত চট্টোপাধ্যায়! বলিউডে বিপত্তি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement