Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

হট প্যান্ট পরে মন্দিরে তরুণী, ছবি শেয়ার করে তোপ কঙ্গনার

ভ্যাটিকানের প্রসঙ্গ টেনে তরুণীকে একহাত নিয়েছেন অভিনেত্রী।

Actress Kangana Ranaut slams a girl for wearing shorts to temple | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 26, 2023 5:39 pm
  • Updated:May 26, 2023 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট পোশাকে শিবমন্দিরে তরুণী। ছবি শেয়ার করে তাঁকে একহাত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ‘মূর্খ’ বলে করলেন চুড়ান্ত কটাক্ষ।

Kangana-Slams-Girl

Advertisement

বক্স অফিসে বহুদিন সাফল্যের মুখ দেখেনি কঙ্গনার ছবি। গত বছর মুক্তি পাওয়া ‘ধাক্কড়’-ও মুখ থুবড়ে পড়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করতেই থাকেন কঙ্গনা। এবার এক তরুণীকে রীতিমতো তুলোধনা করলেন। তাও আবার ছবি শেয়ার করে।

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী, খবর পেয়ে আবেগঘন পোস্ট আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীর!]

ছবিটি হিমাচল প্রদেশে কাংড়া জেলায় অবস্থিত বৈজনাথ মন্দিরের। বলা হয় হাজার বছরেরও বেশি পুরনো এই শিবমন্দির। সেখানেই হট প্যান্ট আর টপ পরে এক তরুণী গিয়েছিলেন। ছবি শেয়ার করে একজন লেখেন, “এমনভাবে বৈজনাথ মন্দিরে গেছে যেন কোনও নাইটক্লাব। এমন মানুষদের মন্দিরে ঢুকতে দেওয়া উচিত নয়। প্রবলভাবে এর বিরোধিতা করছি। এতে যদি কারও মনে হয় আমার ছোট মন তাহলে তাই-ই হোক।”

এই টুইট শেয়ার করেই কঙ্গনা লেখেন, “এই ধরনের পশ্চিমি পোশাক সাদাচামড়ার লোকজন তৈরি করেছে আর এর প্রচার করছে। আমি একবার শর্টস আর টি-শার্ট পরে ভ্যাটিকানে গিয়েছিলাম। আমাকে ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। হোটেলে গিয়ে পোশাক পালটাতে হয়েছিল। এই জোকাররা এমন খাপছাড়া বোকাবোকাভাবে কুড়েমি করে নাইটড্রেস পরে…আমার মনে হয় এদের কোনও ভাবনাচিন্তার ক্ষমতা নেই, এই মূর্খদের জন্য কড়া নিয়ম হওয়া উচিত।”

Kangna-Tweet

[আরও পড়ুন: ‘কাশ্মীরের থেকেও ভয়ংকর পরিস্থিতি বাংলায়!’ মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement