Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘কাশ্মীর ফাইলস’ দেখে অনুপম খেরকে ‘জোকারে’র সঙ্গে তুলনা কঙ্গনার!

হঠাৎ এমন কেন করলেন কঙ্গনা?

Kangana Ranaut REACTS to Anupam Kher being compared to Heath Ledger | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 17, 2022 12:28 pm
  • Updated:March 17, 2022 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে গোটা দেশে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে যেমন এই ছবির প্রশংসায় পঞ্চমুখ দেশের শাসকদল, বলিউডের একাংশ। তেমনি এই ছবি নিয়ে নেতিবাচক সমালোচনায় মত্ত বিরোধী দলরাও। অনেকের মতে এই ছবি একেবারেই প্রোপাগান্ডা। তবে সব নেতিবাচক সমালোচনাকে পিছনে ফেলে বক্স অফিসে কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। আর ঠিক এই সময়ই কঙ্গনা রানাউত ফের মাঠে নেমে পড়লেন ‘কাশ্মীর ফাইলসে’র প্রশংসায়। তবে এবার ছবির প্রশংসার সঙ্গে টেনে নিয়ে এলেন অভিনেতা অনুপম খেরকে!

ব্যাপারটা একটু পরিষ্কার করে বলা যাক। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি মুক্তির পর থেকেই এই ছবির প্রশংসা করে নানা সময়ে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নানারকম পোস্ট দিচ্ছেন। কখনও ছবির প্রশংসা করে নাম না করে করণ জোহর, বনশালির মতো পরিচালকদের একহাত নিচ্ছেন। আর এবার অনুপম খেরের অভিনয়ের প্রশংসা করে কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম লিখলেন, ‘নতুন ব্লক বাস্টার হিরো এসেছে। ইনি আবার অভিনয়ও করতে পারেন!’ সঙ্গে কঙ্গনা শেয়ার করলেন হলিউড অভিনেতা হিথ লেচারের কালজয়ী চরিত্র ‘জোকারে’র ছবি ও অনুপমের কোলাজ!  অনেকে মনে করছেন, অনুপম খেরের অভিনয়ের প্রসঙ্গ তুলে কঙ্গনা আসলে বলিউডের এ লিস্ট তারকাদেরই এক হাত নিয়েছেন’।

Advertisement

[আরও পড়ুন: খোলা পিঠে এলো চুল, লালপেড়ে শাড়িতে মোহময়ী সোহিনী]

‘কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক বিজেপি (BJP) নেতা-মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মকুব করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকার ঘোষণা করেছে, সে রাজ্যের পুলিশ কর্মীরা ‘কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখতে চাইলেই সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে।

এর মধ্যে মঙ্গলবার ফের ছবিটির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের ঐতিহাসিক গুরুত্বের কারণে এই ছবি সকলের দেখা উচিত। এর পরেই সেই নির্দেশ পালনে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকাল নিজেও ছবিটি দেখেন তিনি। টুইট করে ছবির প্রশংসা করেন। ছবির পরিচালক বিবেকও পালটা টুইট করে ধন্যবাদ জানান হিমন্তকে।

[আরও পড়ুন: পালটে যাচ্ছে ‘সর্বজয়া’র রূপ! প্যান্ট-স্যুটে ফ্রেমবন্দি দেবশ্রী রায় ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement