সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমার শুটিং করতে পাঞ্জাবে গিয়ে কৃষক বিক্ষোভের মুখে পড়লেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। শুটিংয়ের খবর পেয়েই সেটে গিয়ে উপস্থিত হন বিক্ষোভকারী কৃষকরা। বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ রাখতে হয়।
আনন্দ এল রাইয়ের প্রযোজিত ছবি ‘গুড লাক জেরি’র (Good Luck Jerry) শুটিং করতে পাঞ্জাব গিয়েছিলেন জাহ্নবী। ছবির পরিচালক সিদ্ধার্থ সেনগুপ্ত। শুটিং চলাকালীন সেটে এসে উপস্থিত হন বিক্ষোভকারীরা। স্থানীয় থানার অফিসার (SHO) বলবিন্দর সিং জানান, শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা। অভিযোগ জানান, বলিউড অভিনেতারা তাঁদের প্রতিবাদ নিয়ে কেউ তেমন কোনও মন্তব্য করেননি। এরপরই বিক্ষোভকারীরা দাবি করেন, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে অভিনেত্রী যেন প্রকাশ্যে বিবৃতি দেন। পরিচালক তাঁদের আশ্বাস দেন, জাহ্নবী অবশ্যই কৃষক বিক্ষোভ নিয়ে নিজের মতামত প্রকাশ্যে জানাবেন। সেই আশ্বাস পেয়েই বিক্ষোভকারীরা সেট ছেড়ে চলে যান। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।
They’d told the workers & Director that Bollywood actors have neither said anything in support of farmers protest nor made any comment. When Director assured them that Janhvi Kapoor will make a comment on the protest then they went back. The shoot is going on: SHO Balwinder Singh https://t.co/ppnNJP75v6 pic.twitter.com/BKptwlV78w
— ANI (@ANI) January 13, 2021
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে ১১ জানুয়ারি। এরপরই জাহ্নবী কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “কৃষকরা আমাদের দেশের কেন্দ্রবিন্দু। দেশের মানুষের মুখে অন্ন তুলে দিতে তাঁদের ভূমিকা অনস্বীকার্য এবং আমি তাঁদের সম্মান করি। আশা করি, খুব শিগগিরিই কোনও একটা সিদ্ধান্ত হবে আর তাতে কৃষকরা উপকৃত হবেন।”
উল্লেখ্য, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় কৃষি আইন কার্যকরে স্থগিতাদেশ জারি করেছে। এই মামলার পরবর্তী রায় দেওয়ার আগে পর্যন্ত এই আইন রূপায়ণ করতে কেন্দ্রকে বারণ করা হয়েছে। পাশাপাশি নয়া কৃষি আইন পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করেছে আদালত
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.