Advertisement
Advertisement

Breaking News

হাসপাতালে ভরতি ‘পটল কুমার’ হিয়া দে, হঠাৎ কী হল অভিনেত্রীর?

জটলি অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর।

Actress hiya dey hospitalized had a major surgery| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 2, 2023 10:18 am
  • Updated:September 2, 2023 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পটল কুমার গানওয়ালা ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী হিয়া দে। সেই ছোট্ট মিষ্টি মেয়েটি এখন বেশ বড়। সেই হিয়াই এখন হাসাপাতালে ভরতি। বৃহস্পতিবার জটিল অস্ত্রোপচার হয়েছে তাঁর।

Advertisement

তা কী হয়েছে হিয়ার?

পরিবারের তরফ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, “ওর সিস্ট হয়েছিল। এ ছাড়াও ইউটেরাসের পিছনে ১৫ সেন্টিমিটারের এক বড় টিউমার হয়, প্রথমে বুঝতে পারিনি আমরা। কিন্তু পরীক্ষা করাতেই ধরা পড়ে। এর পর আর দেরি করিনি। হাসপাতালে ভর্তি করা হয় ওকে। গতকাল অপারেশন হয়েছে। ভাল মতোই সব কিছু মিটেছে। ও এখন ভাল আছে।”

[আরও পড়ুন: গুমরে থাকা সম্পর্কের চক্রব্যূহে অঞ্জন-মমতা ও যিশু-পাওলি, দেখুন ‘পালান’-এর টিজার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরও দু’দিন হিয়াকে থাকতে হবে হাসপাতালে। হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্টও করেছেন হিয়া।

প্রায় আট-ন’ বছর আগে টেলিপর্দায় শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন হিয়া দে। সেইসময়ে ‘পটলকুমার গানওয়ালা’ বেশ হিট হয়েছিল। তবে সেই ধারাবাহিক শেষ হতেই গ্ল্যামার জগতের থেকে দূরত্ব বাড়ে হিয়ার। তবে অভিনয়জগৎ থেকে দূরে থাকলেও ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফলোয়ারের সংখ্যা প্রচুর।

[আরও পড়ুন: রবীন্দ্রসংগীতের কথা বদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর! ‘কোনওমতেই রাখা যায় না’, মত কবীর সুমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub