Advertisement
Advertisement

Breaking News

কোরিয়ান ছবিতে ভারতীয় রাজকন্যা এনা! ব্যাপারটা কী?

শোনা গিয়েছে, জ্যাকি চ্যানের প্রাক্তন স্টান্টম্যান ছবির অন্যতম প্রযোজক।

Actress Ena Saha opens up about her Korean movie debut | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 30, 2021 6:40 pm
  • Updated:January 20, 2022 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা সিনেমার পাশাপাশি মালয়ালম, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন। টলিউডের কনিষ্ঠতম প্রযোজক হয়েছেন। এবার কোরিয়ান ছবির নায়িকা হিসেবে দেখা যেতে পারে অভিনেত্রী-প্রযোজক এনা সাহাকে (Ena Saha)। ছবির অন্যতম প্রযোজক জ্যাকি চ্যানের (Jackie Chan) প্রাক্তন স্টান্টম্যান।

Ena

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে এনা জানান, এখনও কিছু ফাইনাল হয়নি। ভারতীয় রাজকন্যার চরিত্রে অভিনয় করার অফার পেয়েছেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তা নিয়ে বিদেশে গিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। চুক্তি এখনও সই হয়নি। কেমন চরিত্র? প্রশ্নের উত্তর দিতে গিয়ে এনা জানান, লিড রোল অফার করা হয়েছে তাঁকে। ছবির অন্যতম প্রযোজক ওয়্যাং জো লি জ্যাকি চ্যানের একাধিক সিনেমার স্টান্টম্যান ছিলেন।

Ena Saha

[আরও পড়ুন: চলতি বছরের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন ব্রাত্য বসু]

মূলত, এক ভারতীয় রাজকন্যা ও কোরিয়ান রাজার প্রেমের কাহিনি ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবিতে ফুটিয়ে তোলা হবে। শোনা গিয়েছে, এনার বিপরীতে কোরিয়ার কোনও বড় তারকা অভিনয় করতে পারেন। যদি চুক্তি স্বাক্ষর হয়, তাহলে ছবির ৩০ থেকে ৪০ শতাংশ শুটিং ভারতে হবে। বাকি অংশের শুটিং হবে কোরিয়ায় (Korea)। সেক্ষেত্রে কোরিয়ায় যেতে হবে বলেই জানান এনা।

 

২০১১ সালে ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে নিজের অভিনয় সফর শুরু করেন এনা। এখন আর শুধু অভিনয় নয়, তিনি প্রযোজকও বটে। ‘SOS কলকাতা’র পর নতুন দুই ছবির কাজ নিয়েও ভাবনাচিন্তা শুরু করে ফেলেছেন এনা। যার মধ্য়ে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি!’ ছবিতে থাকবেন যশ (Yash Dasgupta) ও নুসরত (Nusrat Jahan)। আর একটিতে এনার বিপরীতে হলিউড অভিনেতা অ্যালেক্স ও’ নীল। এবার কোরিয়ান ছবির দুনিয়ায় ডেবিউর পালা খুব শিগগিরিই নিশ্চিত হোক, এমনই প্রার্থনা অনুরাগীদের।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ena Saha (@ena1996gemini)

[আরও পড়ুন: ২৬/১১-র ধাঁচে নদীপথে জঙ্গি হামলা হতে পারে কলকাতায়! রুখতে গঙ্গায় নতুন জেটি পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement