ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং ফ্লোরেই অস্বস্তি বোধ করছিলেন। যে কারণে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীপিকা পাড়ুকোনকে। তবে চিকিৎসকরা জানান, চিন্তার কোনও কারণ নেই। তিনি ভালই আছেন।
সম্প্রতি হায়দরাবাদে নিজের আপকামিং ছবি ‘প্রজেক্ট কে’র শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা (Deepika Padukone)। সেখানেই আচমকা শারীরিক ভাবে অসুস্থ বোধ করেন তিনি। শুটিং ফ্লোরে উপস্থিত সদস্যদের জানান, অস্বস্তির কথা। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীপিকার শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, চিন্তার বিশেষ কারণ নেই। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীপিকা নাকি বলেছিলেন তাঁর হার্টবিট দ্রুত চলছে। বুক ধড়ফড় করছে। সেই কারণেই অস্বস্তি বোধ করছেন তিনি। তবে চিকিৎসকরা চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেন।
ইতিমধ্যেই শুটিং সেটেও ফিরেছেন তিনি। যদিও বলিউড অভিনেত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, বর্তমানে সুস্থই আছেন রণবীরপত্নী।
দিন কয়েক আগেই কিংবদন্তি টেনিসতারকা প্রকাশ পাড়ুকোনের জন্মদিনে তিরুপতি মন্দিরে (Tirupati Temple) পুজো দিতে গিয়েছিলেন মেয়ে দীপিকা। বাবার পাশাপাশি সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরা। তারপরই হায়দরাবাদে যোগ দেন শুটিংয়ে। ‘প্রজেক্ট কে’ (Project K) ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে। এর সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে অনুরাগীদের ভয় পাওয়ার মতো কিছু হয়নি বলেই আশ্বস্ত করেছেন চিকিৎসকরা। উল্লেখ্য, শাহরুখ খানের আপকামিং ছবি ‘পাঠান’-এও অভিনয় করছেন দীপিকা। এছাড়া হৃতিক রোশনের ‘ফাইটার’ ছবিতেও দেখা যাবে বি-টাউনের বিউটি ক্যুইনকে। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের মধ্যে জায়গা করে নিয়ে দেশকে গর্বিত করেছিলেন দীপিকা। প্রিয় নায়িকার সুস্থতাই কামনা করছেন ভক্তরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.