Advertisement
Advertisement
Saurav Das - Darshana Banik

বেডরুমে সান্ডো-শর্টস পরে নাচ সৌরভের! স্বামীর জন্মদিনেই ভিডিও ফাঁস করলেন দর্শনা

গত বছরের ১৫ ডিসেম্বর বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা।

Actress Darshana Banik shared hilarious video of Birthday Boy Saurav Das | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 21, 2024 5:05 pm
  • Updated:January 21, 2024 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। সোশাল মিডিয়ার পোস্ট তো স্পেশাল হবেই। তাই তো বেডরুমের সিক্রেট ফাঁস করে দিলেন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। সেখানেই স্যান্ডো আর শর্টস পরে টলিউডের ‘মন্টু পাইলট’ সৌরভ দাসকে (Sourav Das) নাচতে দেখা গেল।

Darshana-Post

Advertisement

দর্শনার শেয়ার করা ভিডিওটি আসলে সৌরভের সঙ্গে তাঁর কাটানো কিছু সুন্দর মুহূর্তের কোলাজ। যার মধ্যে দুজনের একসঙ্গে সময় কাটানো, বেড়াতে যাওয়া থেকে শুরু করে সৌরভের গান গাওয়ার ভিডিও-ও রয়েছে। ক্যাপশনে স্বামীকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাপি বার্থডে লাভ। খুব ভালো থাকো আর সারাজীবন আনন্দে থাকো। এভাবেই হাসি আর নাচের মধ্যে থাকো।” স্ত্রীর এই পোস্টের কমেন্টবক্সে উত্তর দিতে দেরি করেননি সৌরভ। “লাভ ইউ লাভ”, লেখেন অভিনেতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

[আরও পড়ুন: Indian Police Force Review: দুর্বল চিত্রনাট্যেই নষ্ট রোহিত শেট্টির প্রথম ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’]

গত বছরের ১৫ ডিসেম্বর বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ-দর্শনা। হবু দম্পতির জন্য আইবুড়ো ভাবে এলাহি আয়োজন করেছিলেন বন্ধুরা। মাথায় টোপর পড়ে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ। দর্শনার মাথাতেও ছিল শোলার মুকুট। তার পর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর সেজে ওঠে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saurav Das (@i_sauravdas)

গোধূলি লগ্নে সৌরভ-দর্শনার চার হাত এক হয়। শীতের বিয়েবাড়িতে সেজেগুজে হাজির হন তারকা অতিথিরা। নীল, তৃণা, ইশা, ঊষসী, সবস্যাচীদের পাশাপাশি দেখা যায় বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিয়ের পর সৌরভ-দর্শনা দুজনেই কাজে ফিরেছেন। এর মাঝেই নিজেদের জন্য এই টুকরো মুহূর্তগুলি সঞ্চয় করে রাখেন।

[আরও পড়ুন: ‘কৃষ্ণ নাম বলবো…’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই নচিকেতার কণ্ঠে কৃষ্ণের ভজন! ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement