Advertisement
Advertisement
Bhumi Pednekar

বলিউডে ডেঙ্গুর থাবা, হাসপাতালে ভরতি ভূমি পেড়নেকর!

কেমন আছেন অভিনেত্রী?

Actress Bhumi Pednekar is Dengue positive | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 22, 2023 1:34 pm
  • Updated:November 22, 2023 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বলিউডে ডেঙ্গুর (Dengue fever) থাবা। ডেঙ্গু আক্রান্ত ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। গত আট দিন ধরে ডেঙ্গুর সঙ্গে লড়াই করছেন। বুধবার ছবি পোস্ট করে জানালেন অভিনেত্রী। মশার কামড়ে তাঁর কী অবস্থা হয়েছিল, সেকথা জানিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন ভূমি।

Bhumi-web

Advertisement

হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। হাতে চ্যানেল করা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “এক ডেঙ্গুর মশা আমায় আট দিনের চূড়ান্ত যন্ত্রণা দিয়েছে। কিন্তু আজকে ঘুম ভাঙার পর দারুণ লাগল। তাই এই সেলফিটা তো তুলতেই হতো। বন্ধুরা তোমরাও সাবধান হও, কারণ গত কয়েকটা দিন আমার আর আমার পরিবারের কাছে খুবই ভয়াবহ ছিল। এখন সবার ক্ষেত্রে মশার ওষুধ মাস্ট।”

[আরও পড়ুন: তিক্ততা অতীত, আবারও করণের সিনেমায় কার্তিক, নায়কের জন্মদিনেই নতুন ছবির ঘোষণা]

দূষণের জেরে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কমে গিয়েছে, জানান ভূমি। এর পরই আবার অভিনেত্রী লেখেন, “গত কয়েক দিনে আমার চেনা-জানা বেশ কয়েকজন মানুষের ডেঙ্গু হয়েছে। আবার এক অদৃশ্য ভাইরাস অবস্থা খারাপ করে দিল।” নিজের বক্তব্যের শেষে ভূমি হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi Pednekar (@bhumipednekar)

উল্লেখ্য, এর আগে বাংলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। রুবেল দাস, সায়ন্তনী গুহঠাকুরতার মতো তারকারাও ডেঙ্গুর মোকাবিলা করেছেন। এবার মুম্বইয়েও ডেঙ্গু মারণ কামড় বসাচ্ছে।  ভূমির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। 

[আরও পড়ুন: ‘চেতনার’ জন্মদিনে অসুস্থ অরুণ মুখোপাধ্যায়, হাসপাতালের ভিডিও দিয়ে বিশেষ বার্তা সুজনের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement