সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee)। শুক্রবার সকালেই তাঁর স্বামী অনির্বাণ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুখবর। জানিয়ে দিলেন, তাঁদের পরিবার আলো করে জন্ম নিয়েছে এক শিশুকন্যা। সেই সঙ্গে হাসপাতালের কেবিনে অভিনেত্রীর সঙ্গে তাঁর একটি ছবিও শেয়ার করেন তিনি।
তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘হ্যালো পৃথিবী! আমাদের একগুচ্ছ ভালোবাসার প্রকাশ, মেয়ে হয়েছে।’ সেই সঙ্গে তিনি এঁকে দিয়েছেন শিশু ও হৃদয়ের ইমোজিও। খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুভেচ্ছা জানাতে থাকেন দম্পতিকে।
নিউটাউনের এক হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি হয়েছিলেন বাসবদত্তা। তবে বরাবরই নেটদুনিয়ার কাছ থেকে নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখা বাসবদত্তা গত মে মাসে সকলকে জানিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা। তার মাস দুয়েকের মধ্যেই মা হলেন অভিনেত্রী।
২০১৮ সালে অনির্বাণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাসবদত্তা। এক বন্ধুর মারফত পরিচয় এবং সেখান থেকেই ক্রমে প্রেমের সূত্রপাত। তারপরই বিয়ের সিদ্ধান্ত। অবশেষে বিয়ের বছর চারেক পরে দুই থেকে তিন হলেন তাঁরা।
‘গানের ওপারে’র মতো ধারাবাহিকে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু বাসবদত্তার। পরে ‘একমুঠো আশা’ থেকে ‘বয়েই গেল’র মতো ধারাবাহিকের মধ্যে দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে তিনি মুখ দেখান রুপোলি পর্দাতেও। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে ‘আসা যাওয়ার মাঝে’ তাঁর জীবনের এক উল্লেখযোগ্য কাজ। যে ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবেও ডাক পেয়েছিল। পেয়েছিল জাতীয় পুরস্কার। এছাড়াও ‘অভিযান’, ‘রক্ত রহস্য’ প্রভূতি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। গত ডিসেম্বর থেকেই বন্ধ রেখেছিলেন শুটিং। কিন্তু সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। পরে মে মাসে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন বাসবদত্তা। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয়েছিল টলিপাড়ায়। অবশেষে জানা গেল সুখবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.