Advertisement
Advertisement
Basabdutta Chatterjee

টলিউডে খুশির হাওয়া, মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

অভিনেত্রীর স্বামী সকলের সঙ্গে ভাগ করে নিলেন সুখবর।

Actress Basabdutta Chatterjee gives birth to a baby girl। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 22, 2022 1:25 pm
  • Updated:July 22, 2022 1:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdutta Chatterjee)। শুক্রবার সকালেই তাঁর স্বামী অনির্বাণ বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সুখবর। জানিয়ে দিলেন, তাঁদের পরিবার আলো করে জন্ম নিয়েছে এক শিশুকন্যা। সেই সঙ্গে হাসপাতালের কেবিনে অভিনেত্রীর সঙ্গে তাঁর একটি ছবিও শেয়ার করেন তিনি।

তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘হ্যালো পৃথিবী! আমাদের একগুচ্ছ ভালোবাসার প্রকাশ, মেয়ে হয়েছে।’ সেই সঙ্গে তিনি এঁকে দিয়েছেন শিশু ও হৃদয়ের ইমোজিও। খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা শুভেচ্ছা জানাতে থাকেন দম্পতিকে।

Advertisement

[আরও পড়ুন: ‘স্বাধীনতা দিবসের দু’দিন আগে থেকেই বাড়িতে টাঙান জাতীয় পতাকা’, আরজি প্রধানমন্ত্রীর]

নিউটাউনের এক হাসপাতালের প্রসূতি বিভাগে ভরতি হয়েছিলেন বাসবদত্তা। তবে বরাবরই নেটদুনিয়ার কাছ থেকে নিজের ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখা বাসবদত্তা গত মে মাসে সকলকে জানিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা। তার মাস দুয়েকের মধ্যেই মা হলেন অভিনেত্রী।

২০১৮ সালে অনির্বাণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বাসবদত্তা। এক বন্ধুর মারফত পরিচয় এবং সেখান থেকেই ক্রমে প্রেমের সূত্রপাত। তারপরই বিয়ের সিদ্ধান্ত। অবশেষে বিয়ের বছর চারেক পরে দুই থেকে তিন হলেন তাঁরা।

‘গানের ওপারে’র মতো  ধারাবাহিকে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু বাসবদত্তার। পরে ‘একমুঠো আশা’ থেকে ‘বয়েই গেল’র মতো ধারাবাহিকের মধ্যে দিয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। পরে তিনি মুখ দেখান রুপোলি পর্দাতেও। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে ‘আসা যাওয়ার মাঝে’ তাঁর জীবনের এক উল্লেখযোগ্য কাজ। যে ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবেও ডাক পেয়েছিল। পেয়েছিল জাতীয় পুরস্কার। এছাড়াও ‘অভিযান’, ‘রক্ত রহস্য’ প্রভূতি ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। গত ডিসেম্বর থেকেই বন্ধ রেখেছিলেন শুটিং। কিন্তু সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। পরে মে মাসে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন বাসবদত্তা। সেই সময় থেকেই গুঞ্জন শুরু হয়েছিল টলিপাড়ায়। অবশেষে জানা গেল সুখবর।

[আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই মমতাকে ‘দিদি’ সম্বোধন দ্রৌপদী মুর্মুর, কৃতজ্ঞতা জানালেন শুভেচ্ছাবার্তার জন্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement