Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande

যৌনদৃশ্যে অভিনয়ে না অঙ্কিতা লোখান্ডের, স্বামী ভিকির মন রাখতে কি এই সিদ্ধান্ত?

গতবছর ডিসেম্বর মাসে প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা।

Actress Ankita Lokhande says she’s ‘not comfortable’ doing bold scenes after marriage | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 28, 2022 3:36 pm
  • Updated:January 28, 2022 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ার ও সংসার। আপাতত, এই দুটোর মধ্য়ে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা যদি অঙ্কিতাকে (Ankita Lokhande) বাছতে বলা হয়, তাহলে হয়তো অঙ্কিতা বেছে নেবেন সংসারকেই। কারণ, স্বামী ও সংসারের বিষয়ে অঙ্কিতা কোনও আপোসে যাবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই এক মন্তব্য করলেন অঙ্কিতা লোখান্ডে। শুধু তাই নয়, অঙ্কিতা স্পষ্ট জানান স্বামীর মন রাখতে অভিনয়ের ব্যাপারে যে কোনও বড় সিদ্ধান্ত নিতেও যে পিছপা হবেন না। 

[আরও পড়ুন: ফুটবলের ময়দানে স্বাধীনতার লড়াই, কেমন হল ঋত্বিক-দিতিপ্রিয়া-অর্জুনের ‘মুক্তি’? ]

গতবছর ডিসেম্বর মাসে বহুদিনের প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করেন অঙ্কিতা। সুশান্ত সিংয় রাজপুতের প্রাক্তন প্রেমিকার বিয়ে নিয়ে নেটিজেনদের একাংশ বিতর্কও তুলেছিলেন। অঙ্কিতাকে শুনতে হয়েছিল কুকথাও। তবে এসবকে কানে তুলতে চাননি অঙ্কিতা। বরং ভিকি জৈনের সঙ্গে বন্ধনে জড়িয়ে নতুন জীবনের স্বপ্নই দেখেছিলেন। ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘পবিত্র রিস্তা ২.০’এর সেকেন্ড সিজন। এই সিরিজের প্রচারে সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মন খুলে কথা বললেন অঙ্কিতা। 

Advertisement

এই সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, ‘বিয়ের পর একটু হলেও, সব মেয়েদের জীবনেই পরিবর্তন আসে। সেটা কীভাবে মেনে নিতে হবে সেটাই আসল চ্যালেঞ্জ। আর সেখান থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন আর কোনও বোল্ড দৃশ্যে অভিনয় করব না। কারণ, ভিকি কিছু না বললেও, আমি জানি ভিকি আমাকে এভাবে দেখতে পারবে না। তাই এটা আমার সিদ্ধান্ত। আমি এটাও জানি ভিকি এমন কিছু করবে না, যেটা আমার অপছন্দের। আসলে আমি ভিকিকে একেবারেই কষ্ট দিতে চাই না। ‘

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Lokhande Jain (@lokhandeankita)

অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশ্যে অঙ্কিতা লিখেছিলেন, ‘ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি…’

[আরও পড়ুন: অসুস্থ পরীমণি, করোনা সন্দেহে হাসপাতালে ভরতি অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement