Advertisement
Advertisement

Breaking News

Angana Roy

খাদ্যে বিষক্রিয়া! কালীপুজোর প্রসাদ খেয়ে হাসপাতালে অভিনেত্রী অঙ্গনা

কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন? সংবাদ প্রতিদিন ডট ইন-কে জানালেন অভিনেত্রী।

Actress Angana Roy is hospitalized due to food poisoning

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:November 5, 2024 7:01 pm
  • Updated:November 5, 2024 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থ বোধ করেন অঙ্গনা রায় (Angana Roy)। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের তরফে। খাদ্যে বিষক্রিয়ার জেরেই অঙ্গনা অসুস্থ হয়ে পড়েছেন। মা লাজবন্তী রায়ও মেয়ের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমের কাছে।

ঠিক কী হয়েছে? হাসপাতাল থেকেই সংবাদ প্রতিদিন ডট ইন-কে অঙ্গনা জানালেন, কালীপুজোর রাতে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। বিষক্রিয়ার জেরে শরীরে রক্তচাপও কমে যায়। এমনিতেই তাঁর রক্তচাপ একটু কমই থাকে। তবে এদিন শরীর বেশ দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। অভিনেত্রীর মন্তব্য, “প্রসাদ খাওয়ার ফলে যে এহেন মারাত্মক পরিস্থিতি হতে পারে, তেমন ধারণা ছিল না। ডাক্তার বলেছেন, এটা ভীষণই কমন একটা ব্যাপার। আমার পাশের বেডে যিনি রয়েছেন, তিনিও প্রসাদে বিষক্রিয়ার জেরেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটাই ভালো রয়েছি। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাব।”

Advertisement

চিকিৎসকের পরামর্শমতো বেশ কয়েকটি পরীক্ষা-নিরিক্ষাও আপাতত করাতে হবে অঙ্গনা রায়কে। সেগুলো ইতিমধ্যেই শুরু হয়েছে। মা লাজবন্তী রায়ও এর আগে জানিয়েছেন, কালীপুজোর দিন অনেক রাতে ভোগ খেয়েছিলেন অঙ্গনা। পুজোর জন্য একে অনিয়ম, তার পর দেরিতে ভোগ খাওয়া। মাঝরাত থেকে ভীষণ অসুস্থ বোধ করছিলেন অভিনেত্রী। বমি হওয়ায় শরীরও দুর্বল হয়ে পড়ে। ফলে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগেও ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে পার্বতীর চরিত্র থেকে সরে এসেছিলেন তিনি এই অসুস্থতার জেরেই। সুস্থ হয়েই খুব শিগগিরিই ফ্লোরে ফেরার ইচ্ছেপ্রকাশ করেছেন অঙ্গনা রায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement