Advertisement
Advertisement

Breaking News

Ameesha Patel

আমিশা প্যাটেল ‘প্রতারক’! অভিনেত্রীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের

এই মুহূ্র্তে 'গদর ২' ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন আমিশা প্যাটেল।

Ameesha Patel accused of 'cheating' by social worker | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 26, 2022 5:27 pm
  • Updated:April 29, 2022 8:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল । এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আমিশার নামে দায়ের করা হল এফআইআর। স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, প্রতারণা করেছেন আমিশা (Ameesha Patel)!

Advertisement

ঠিক কী ঘটেছে?
স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ অনুযায়ী, মধ্যপ্রদেশের খান্ডওয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চার লাখ টাকা নিয়েছিলেন আমিশা। আমিশার সঙ্গে চুক্তি অনুযায়ী, তাঁকে এই অনুষ্ঠানে এক ঘণ্টা কাটাতে হত। পারফর্মও করতে হত। কিন্তু আমিশা মাত্র তিন মিনিট ছিলেন অনুষ্ঠানে।

[আরও পড়ুন: ১৫ বছর পর ফিরছে ‘মঞ্জুলিকা’! ভূত তাড়াতে পারবেন কার্তিক? দেখুন ‘ভুল ভুলাইয়া টু’র ট্রেলার ]

তবে স্বেচ্ছাসেবীর সংস্থার এই অভিযোগের বিরুদ্ধে টুইটারে আমিশা লেখেন, ‘নভচণ্ডী মহোৎসবে অংশ নিয়ে ছিলাম। এই উৎসবের পরিচালনা এতটাই খারাপ ছিল যে ভিড়ের চাপে আমার প্রাণ যেতে পারত। ধন্যবাদ স্থানীয় পুলিশকে তাঁরা আমার রক্ষা করেছেন।’ তবে আমিশার এই টুইটার মন্তব্যকে ভ্রান্ত বলেই জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা।

বলিউডে তেমন একটা দেখা পাওয়া যায় না আমিশা প্যাটেলকে। বিজ্ঞাপন অবশ্য করেন কিছু। তবে ‘গদর’ ছবির সিকোয়েলে বহুদিন পর বলিউডের পর্দায় দেখা যাবে তাঁকে। আমিশার বিপরীতে থাকছেন সানি দেওল। ছবিটি মুক্তি পেতে পারে ২০২২ সালের শেষে।

[আরও পড়ুন: ‘সিনেমা কোথায়? শুধুই তো চমক!’ ‘কেজিএফ’, ‘পুষ্পা’র মতো ছবি নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub