Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

রণবীর-আলিয়ার সংসারে তুমুল অশান্তি, সুখী দাম্পত্যের টিপস নিতে শাহরুখের শরণাপন্ন রণলিয়া!

শাহরুখকে সামনে পেয়ে, আলিয়ার একের পর এক নালিশ স্বামী রণবীরকে নিয়ে।

actress Alia Bhatt channels her inner Safeena, complaints about Ranbir in new ad with SRK
Published by: Akash Misra
  • Posted:November 30, 2024 9:31 am
  • Updated:November 30, 2024 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে অভিষেক ও ঐশ্বর্যের দাম্পত্য কলহ নিয়ে বলিপাড়ায় রোজই নতুন নতুন খবর। নিন্দুকরা তো অপেক্ষায় রয়েছেন, কবে তাঁদের ডিভোর্স হবে। মায়ানগরী যখন এসবে গুঞ্জনে ব্যস্ত। ঠিক সেই সময়ই আচমকা শাহরুখের বাড়ি গিয়ে হাজির রণবীর কাপুর ও আলিয়া ভাট! শাহরুখকে সামনে পেয়ে, আলিয়ার একের পর এক নালিশ স্বামী রণবীরকে নিয়ে। আর শাহরুখ, আলিয়ার সবটা শুনলেন। আর দিলেন স্পেশাল দাম্পত্যের টিপস! ভাবছেন এ আবার কেমন কাণ্ড? ছোট্ট রাহাকে নিয়ে তো ভালোই চলছে রণলিয়া সংসার। তাহলে হঠাৎ এমন কী হল, যার জন্য এমন পরিস্থিতি!

ব্যাপারটা একেবারেই বিজ্ঞাপনী প্রচার। যেখানে ‘ডিয়ার জিন্দেগি’ ছবির ডাক্তার জাহাঙ্গিরের অবতারে শাহরুখ। আর ‘গলি বয়’ ছবির সইফিনা অবতারে হাজির আলিয়া। অন্যদিকে ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ছটফটে বনি সাজলেন রণবীর. আর এই তিন চরিত্র নিয়েই নতুন বিজ্ঞানে এসব টিপস দেওয়া-নেওয়া। একটি ইস্পাত সংস্থার বিজ্ঞাপনেই এমন রূপে ফিরেছেন শাহরুখ, আলিয়া ও রণবীর। নেটপাড়া তো বলছে, এই তিনজনকে নিয়ে হয়ে যাক ‘ডিয়ার জিন্দেগি ২’!

Advertisement

শাহরুখ এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি ‘কিং’-এর ছবির শুটিংয়ে। অন্যদিকে, রণবীরের হাতে রামায়ণ ও অ্যানিম্যাল পার্ক। রয়েছে বনশানির লাভ অ্যান্ড ওয়ার ছবিও। আলিয়ার ‘জিগরা’ সেভাবে বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। রণবীরের সঙ্গে আলিয়াও ব্যস্ত রয়েছেন বনশালির নতুন ছবির শুটিংয়ে। তার মাঝে এমন বিজ্ঞাপন কিন্তু এই তিনজনের নতুন রসায়নের ইঙ্গিত দেয়।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement