Advertisement
Advertisement

Breaking News

Aishwarya Rai Bachchan

ডিভোর্সের গুঞ্জনের মাঝেই ঐশ্বর্যর ‘আপসহীন’ বার্তা, পোস্ট করলেন ভিডিও

নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

Actress Aishwarya Rai Bachchan shared a video on violence against women
Published by: Suparna Majumder
  • Posted:November 26, 2024 1:14 pm
  • Updated:November 26, 2024 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও ডিভোর্সের গুঞ্জন, কখনও দূরত্ব কমার আভাস, আবার পরক্ষণেই তিক্ততার রটনা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যেই ‘আপস’ না করার বার্তা দিয়ে ভিডিও শেয়ার করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

Aishwarya-Rai-Bachchan-1

Advertisement

সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষেই এই ভিডিও পোস্ট করেছেন ঐশ্বর্য। একটি নামী প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যেখানে সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের হয়ে সওয়াল করার পরামর্শও দিয়েছেন তিনি। এরই মাঝে আবার তিনি বলেছেন, “নিজের মর্যাদার সঙ্গে কখনও আপস করবেন না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)

বচ্চন পরিবারের অশান্তির পাশাপাশি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক নিয়েও নানা রটনা রটছে। বেশ কিছুদিন ধরেই তারকা দম্পতিকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে তেমন দেখা যাচ্ছে না। এমনকী অনন্ত-রাধিকার বিয়েতেও আলাদাই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। তবে আম্বানিদের অনুষ্ঠানের ভিডিওতে মেয়ে আরাধ্যার সঙ্গে হাসিমুখেই দেখা যায় অ্যাশ-অভিষেককে। তাতেই মনে করা হয়েছিল, দুই তারকার বিচ্ছেদের খবর কেবলই রটনা।

তবে কিছুদিন আগেই আবার ঐশ্বর্য-অভিষেকের সঙ্গে নিমরত কৌরের নাম জড়িয়ে যায়। বি-টাউনে গুঞ্জন, নিজের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। আর তার জেরেই ঐশ্বর্যর সঙ্গে অশান্তি চরমে এবং মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান নায়িকা। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু তাতে ঐশ্বর্যর সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি। উল্লেখ্য, এবিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিলেও ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিমরত বলেন, “আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement