Advertisement
Advertisement
সত্যান্বেষী ব্যোমকেশ

বড়পর্দার নতুন ব্যোমকেশ-অজিত জুটি, প্রথম ঝলকে নজর কাড়লেন পরম-রুদ্র

দেখুন টিজার।

Actor turned director Parambrata Chatterjee’s Byomkesh look revealed
Published by: Sandipta Bhanja
  • Posted:September 1, 2019 5:21 pm
  • Updated:September 1, 2019 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ফের বড় পর্দায় সত্যান্বেষণে ফিরছেন ব্যোমকেশ। তবে সত্যান্বেষীর মুখ বদল হয়েছে। এবার পুজোয় নতুন ব্যোমকেশ দেখবে বাঙালি সিনেদর্শক।  আবির চট্টোপাধ্যায় এবং যীশু সেনগুপ্তর পর এবার সত্যান্বেষীর ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কেও। আর ব্যোমকেশের ছায়াসঙ্গী অজিতের চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ। নাম ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। সদ্য মুক্তি পাওয়া সেই ছবির টিজারে ধরা দিলেন পর্দার নতুন ব্যোমকেশ-অজিত। অর্থাৎ পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ।

[আরও পড়ুন: আসছে রহস্য-রোমাঞ্চে মোড়া ‘মিতিন মাসি’, টিজারেই বাজিমাত রণং দেহি কোয়েলের ]

এবারের কাহিনি, প্রেক্ষাপট, গোয়েন্দাগিরির কৌশল সবই একটু আলাদা। টিজারেও অবশ্য সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। ওয়েব সিরিজের পর এই প্রথমবার বড়পর্দার জন্য ব্যোমকেশ পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্ন মৈনাক’-এ মজেছেন পরমব্রত।

Advertisement

কাহিনির প্রেক্ষাপট স্বাধীনত্তোর পর্ব। যেই গল্পে মিশে রয়েছে দেশদ্রোহিতার গন্ধও। সন্তোষ সমাদ্দার নামে এক ব্যক্তি। যার বাড়িতে হেনা নামের এক মহিলা থাকেন। অথচ প্রত্যক্ষভাবে তো নয়ই, বরং লতায়-পাতায়ও সন্তোষবাবুর আত্মীয়া নন তিনি। কিন্তু বাড়ির লোকের চেয়েও উপরি সুবিধা ভোগ করেন হেনা। এই মহিলা হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যান। ব্যস, রহস্যোদঘাটনে ময়দানে নেমে পড়েন ব্যোমকেশ। সঙ্গে চিরন্তন সঙ্গী অজিত। কাহিনি এগোনোর সঙ্গে সঙ্গে পরতে পরতে জমতে থাকে রহস্য। তারপর? বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে পুজো অবধি। কারণ এই পুজোতেই ব্যোমকেশ বেশে পর্দায় ধরা দেবেন পরমব্রত চট্টোপাধ্যায়। টিজারে নজরে এল রুদ্রনীল ঘোষ এবং অঞ্জন দত্তের উজ্জ্বল উপস্থিতিও। ছবির চিত্রনাট্য লিখেছেন অঞ্জন দত্ত।

[আরও পড়ুন: এবার নেটদুনিয়ায় আরও বড় হবে যুদ্ধ-যুদ্ধ খেলা, ‘পাসওয়ার্ড’-এর টিজারে নয়া চমক]

byomkesh-poster

 

বাঙালি বরাবরই গোয়েন্দাভক্ত। ফেলুদা, ব্যোমকেশ, শবর, সোনাদা এযাবৎকাল অনেক ‘গোয়েন-দা’রাই বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে বড়পর্দায় থাবা বসিয়েছেন। কিন্তু যে জন্য এত কথা বলা, তার মূল কারণ, আরেক বাঙালি পরিচালক তথা অভিনেতা পরমব্রত। ব্যোমকেশপ্রীতি থেকেই এবার সেলুলয়েডে নতুন তাঁর সত্যান্বেষী-রুপে অবতরণ। দর্শকদের তিনি যে মোটেই নিরাশ করবেন না, তার ঝলক মিলল প্রথম টিজারেই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ-এর স্বত্ত্ব অনেকের কাছেই রয়েছে। আর তা নিয়েই পরিচালক প্রযোজকরা একের পর এক নিজেদের মতো করে সেলুলয়েডে কাটাছেঁড়া করে চলেছেন ব্যোমকেশের গোয়েন্দা গপ্পোকে। মোটামুটি সবকটাই বাণিজ্যিকভাবে সফল। এবার ‘সত্যান্বেষী ব্যোমকেশ’ কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষায়।  

দেখুন টিজার

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement