Advertisement
Advertisement

Breaking News

Actor Tunisha Sharma's mother claimed Sheezan Khan took her daughter to far away hospital

Tunisha Sharma: ‘শ্বাস থাকলেও মেয়েকে দূরের হাসপাতালে নিয়ে যায়’, সিজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুরহস্যের জট এখনও খোলেনি।

Actor Tunisha Sharma's mother claimed Sheezan Khan took her daughter to far away hospital । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 9, 2023 1:46 pm
  • Updated:January 9, 2023 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুরহস্যের জট এখনও খোলেনি। তারই মাঝে আরও বিস্ফোরক অভিনেত্রীর মা। ফের সিজানের বিরুদ্ধে তুনিশাকে খুনের অভিযোগ তুললেন তিনি।

‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ সিরিয়ালের সেটে গত ২৪ ডিসেম্বর তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সিরিয়ালেরই নায়ক শিজান মহম্মদ খান। তুনিশার মৃত্যুর পরই সিজানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এখনও পুলিশি হেফাজতে রয়েছেন অভিনেতা। মেয়ের মৃত্যুর জন্য সিজানকেই দায়ী করেছেন তুনিশার মা বণিতা শর্মা। তাঁর দাবি, প্রাণ থাকাকালীন তুনিশাকে দেখতে পেয়েছিল সিজান। তবে সিজান কখনই চাইতেন না তুনিশা সুস্থ হোক। তাই ধারাবাহিকের সেটের পাঁচ মিনিট দূরত্বে নার্সিংহোম থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অনেক দূরে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তাই মৃত্যু হয়েছে তুনিশার।

Advertisement

[আরও পড়ুন: তথ্যে গরমিল! এবারও বাতিল হিরো আলমের মনোনয়ন]

এর আগেও তুনিশার মা সিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেছিলেন, তুনিশার সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও সিজান অন্য মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন। তুনিশা নাকি দু’জনের হোয়াটসঅ্যাপ চ্যাটও দেখে ফেলছিলেন। বণিতা শর্মার অভিযোগ, মেকআপ রুমের ভিতরে তুনিশার গায়ে হাতও তুলেছিলেন সিজান। তাঁকে ইসলাম ধর্মের নিয়ম মানতে বাধ্য করতেন। সেই সমস্ত অভিযোগের জবাব আগেই সাংবাদিক বৈঠকে দেন সিজান খানের মা ও দুই বোন। তাঁদের সঙ্গে ছিলেন সিজানের আইনজীবীও। দাবি, যে পবন শর্মা সিজান ও তাঁর পরিবারের নামে কুকথা বলছেন তিনি। আসলে তুনিশার ম্যানেজার পবন শর্মার কাজে সন্তুষ্ট ছিলেন না তুনিশা। সেই কারণেই তাঁকে বরখাস্ত করেন।

সিজানের বোন ফলক জানান, তুনিশার সঙ্গে তাঁর লাদাখের শুটিংয়ে দেখা হয়েছিল। ছোট বোনের মতো তাঁকে ভালবাসতেন। এই ঘটনায় লাভ জেহাদের কোনও সম্পর্ক নেই। অভিনেত্রীকে কখনও ইসলাম ধর্ম মানতে জোর করা হয়নি। হিজাব পরা যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা আসলে শুটিংয়ের। আর কোনও ঐতিহাসিক সিরিয়ালে অভিনয় করলে কথায় উর্দু ভাষার প্রভাব থাকা স্বাভাবিক। “ভাষার সঙ্গে ধর্মের কী যোগ? আমরা তো ভারতীয়!” বলেছিলেন ফলক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement