সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানালি দে’র পর এবার সাইবার ক্রাইমের শিকার টলিউডের আরও এক অভিনেতা। বুধবার সন্ধেয় হ্যাক হয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক (Facebook) পেজ। ইতিমধ্যেই বেহালা থানা ও লালবাজারে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakrabarty)। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিভিন্ন লোকেশন থেকে আইওএস ডিভাইসের মাধ্যমে তাঁর পেসবুক পেজ হ্যাক করার চেষ্টা করা হয়। এরপরেই হঠাৎ করেই ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা ৯ লক্ষ থেকে কমে ২ লক্ষ হয়ে যায়। মুছে দেওয়া হয় ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত যাবতীয় পোস্ট। এরপর তিনি লাইভ ভিডিও করেন। সেখানে তিনি বলেন, যে বা যারা তাঁকে দমানোর চেষ্টা করছেন কোনও লাভ হবে না। অপরাধীদের নাগালে আনতে তৎপর পুলিশ। পাশাপাশি অনুরাগীদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন অভিনেতা সোহম।
শুধু অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ নয়, কিছুদিন আগেই হ্যাক করা হয়েছে অভিনেত্রী মানালি দে’র ইনস্টাগ্রাম (Instagram) পেজ। এমনকী সুরকার জয় সরকারেরও ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে নিজের ফেসবুক পেজে জানিয়েছিলেন অভিনেত্রী মানালি দে। তাঁর প্রোফাইল থেকে করা সমস্ত রকম পোস্ট বা রিকোয়েস্ট ইগনোর করার অনুরোধ করেছিলেন তিনি।
অন্যদিকে, বেশ কয়েকদিন আগেই সাইবার ক্রাইমের শিকার সুরকার জয় সরকারের (Joy Sarkar) ভেরিফায়েড ফেসবুক পেজে মহিলাদের স্বল্প পোশাক, ট্যাটু আর্ট এমনকী নানা ভিডিও পোস্ট হতে থাকে। এরপরে সুরকার জানান তাঁর পেজটি হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম (Cyber Crime) তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। বারবার সোশ্যাল মিডিয়ায় তারকাদের অ্যাকাউন্ট বা পেজ হ্যাক করার ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.