শম্পালী মৌলিক: তিনি ফিল্ম পরিচালনায় হাত দিতে চলেছেন, যখন জানা গিয়েছিল, পাঠক ও দর্শকমহলে আলোড়ন সৃষ্টি হয়েছিল। নতুন বছরের দোরগোড়ায়, ৬ জানুয়ারি তাঁর পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর মুক্তি। তার আগেই বর্ষশেষের সন্ধিক্ষণে কবি শ্রীজাতর দ্বিতীয় ছবির পরিকল্পনার কথা জানা গেল। তাঁরই লেখা গানের অনুসরণে ছবির নাম ঠিক হয়েছে ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অটোগ্রাফ’ ছবির সূত্রে যে গান আজও শ্রোতাদের মুখে মুখে ঘোরে। শ্রীজাতর দ্বিতীয় ছবির কেন্দ্রে দু’জন চরিত্র। তাদের পাশাপাশি আরও দু’টি বিষয় এই ফিচার ফিল্মে চরিত্র হয়ে উঠবে। একটি হল ট্রাম, অন্যটি কলেজ স্ট্রিট বইপাড়া। ছবির চিত্রনাট্যে একজন কবির জীবন-সফর ওতপ্রোতভাবে জড়িয়ে। এখন লেখালিখির কাজ চলছে। সম্পন্ন না হওয়া পর্যন্ত ছবির বিষয় সম্বন্ধে এর চেয়ে বেশি ভাঙতে চাইলেন না পরিচালক।
প্রথম ছবি রিলিজের আগেই দ্বিতীয়র ঘোষণা? কবি হেসে বলছেন, ‘‘এটা খুব চাপেরও বিষয়। আমি ভেবেছিলাম প্রথম ছবিটাই শেষ ছবি হবে। কারণ, এই এক বছরে আমার ওজন আরও কমেছে। অ্যাংজাইটি বেড়েছে, সেই সঙ্গে পরিশ্রমও। কিন্তু এটাও ঠিক ‘মানবজমিন’-এর ফাইনাল অাউটপুট দেখেছি। ছবির কালার, সাউন্ড, বিজিএম হয়ে গিয়েছে। এখন নিজের স্বপ্নটা পর্দায় দেখতে ভাল লাগছে। সে যেমনই হোক না কেন। এবারে আমি খুব অবাকও হয়েছি। কারণ, ‘মানবজমিন’-এর ক্ষেত্রে ভাবনাটা আমি নিয়ে গিয়েছিলাম প্রযোজক রানা সরকারের কাছে। দ্বিতীয় ছবির ক্ষেত্রে, আমি কাউকে অ্যাপ্রোচও করিনি। সত্যি বলতে, আমি অলস লোক। একটা কাজই অনেকদিন ধরে করি। একটা উপন্যাস লিখতে এক-দেড় বছর লাগে আমার। এক্ষেত্রে রানাই আমাকে বলে যে, ‘তুমি আর ছবি করবে?’ বলেছিলাম ‘হ্যাঁ, করব ভাবছি। কিন্তু জানি না এখনও।’ রানা তখন ভাল গল্প থাকলে শোনাতে বলে। একজন কবিকে নিয়ে গল্পটা আমার মাথায় ছিল। সেটা শোনানো মাত্র ওর পছন্দ হয়। এবং নাম ঠিক করতে বলে, যে ঘোষণা করবে।’’
কবির কলমে লেখা আরেকজন কবির চরিত্র এবার ফুটে উঠবে সিনেমার পর্দায়। দর্শক খুবই আগ্রহী হবেন বলে মনে হয়। সেই প্রসঙ্গ উত্থাপন করাতে শ্রীজাত হেসে বললেন, ‘‘আমার ধারণা অত কিছু হবে না। কবিতা খুব সংখ্যালঘুর শিল্প। একজন ক্রিকেটার বা অভিনেতা নিয়ে ছবি হলে যেভাবে মানুষ উদ্বেল হন, সেখানে একজন কবি বোধহয় খুব সংখ্যালঘুরই প্রিয়পাত্র বা পাত্রী। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল প্রধান চরিত্রে একজন কবিকে নিয়ে ছবি করার। এখনও পর্যন্ত ঠিক হয়েছে ছবিতে থাকবেন সোহিনী সরকার এবং তাঁর বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়। দু’জন মানুষের দেখা হওয়ার বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ চিত্রনাট্যে।’
সোহিনী সরকার বলছেন, ‘‘বহুদিন ধরেই শ্রীজাতদার সঙ্গে কথা হচ্ছিল ছবি করার বিষয়ে, ফাইনালি হচ্ছে। ওঁর সঙ্গে কাজ করতে খুবই ভাল লাগবে। এবং আমি ‘মানবজমিন’ দেখার জন্যও অপেক্ষা করছি। এটা আসলে কবির ছবির অপেক্ষা (হাসি)। শিক্ষিত, বুদ্ধিদীপ্ত মানুষ, এত ভাল লেখেন নিজে, তঁার ছবিটা ভাল কিছুই হবে বলে আমার ধারণা। আমি এই নতুন ছবিটার, মানে যেটায় হাত দিতে চলেছেন, তার কনসেপ্ট শুনেছি। ভাল লেগেছে।’’ সকলেই জানেন পরমব্রত চট্টোপাধ্যায় হিন্দি-বাংলার কাজ মিলিয়ে খুব ব্যস্ত। তার মাঝেই অভিনেতা জানালেন, ‘‘মানবজমিন’-এ কাজ করে আমার খুব ভাল লেগেছে। এবং শ্রীজাতদার সঙ্গে মানসিক ওয়েভলেন্থ-এর মিল আছে বলে বিশ্বাস করি। যে ভাবনাটা প্রাথমিকভাবে শুনেছি, ভীষণ ভাল লেগেছে। কোন সময়ে, কীভাবে ওয়ার্কআউট করব এক্ষুণি জানি না কিন্তু এই কাজটা করব এটুকু বলতে পারি।’’
শ্রীজাত আরও জানালেন, ‘মানবজমিন’-এর ট্রেলারের খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছেন। বিশেষ করে অরিজিৎ সিংয়ের ‘রামপ্রসাদী’ গানটা মানুষ খুব ভালবেসেছে। জাতীয় পর্যায়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে গানটা তৃতীয় স্থানে ছিল। এসবের মাঝেই দ্বিতীয় ছবির পরিকল্পনাতেও সময় দিচ্ছেন পরিচালক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.