সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো অর্থলগ্নি সংস্থার নামে আর্থিক প্রতারণার অভিযোগে আইনি গেরোয় অভিনেতা শ্রেয়স তলপড়ে। আর সেই অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি। সম্মানহানির চেষ্টায় ষড়যন্ত্র করা হচ্ছে বলেই মনে করছেন তিনি।
একটি বিবৃতিতে অভিনেতা দাবি করেন, “আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। একজনের কষ্টার্জিত সম্মান অপপ্রচার এবং গুজবের ফলে নষ্ট হওয়া অত্যন্ত দুঃখের। আমি একজন অভিনেতা। তাই তারকা হিসাবে নানা অনুষ্ঠানে যোগ দিই। সেক্ষেত্রে এই গুজব রটিয়ে দেওয়া হয়েছে।” তাঁর আরও দাবি, “আর্থিক প্রতারণা সংক্রান্ত যে অভিযোগ আমার বিরুদ্ধে রটানো হয়েছে তার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। সকলের কাছে আমার বিনীত অনুরোধ গুজবে কান দেওয়ার আগে যাচাই করুন। আমি আইনে বিশ্বাসী। সততার সঙ্গে সব কাজ করি।”
জানা গিয়েছে, ‘লোনি আরবান মাল্টিস্টেট ক্রেডিট’ এবং ‘থ্রিফট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে দু’টি সংস্থার সঙ্গে যুক্ত অভিনেতা। ওই সংস্থা দুটি মূলত গ্রামের বাসিন্দাদেরই টার্গেট করত। বিনিয়োগ করলে কম সময়ে বিপুল সুদের লোভ দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হত। পরে যদিও ওই টাকা ফেরত পেতেন না গ্রাহকরা। এই সংস্থার বেশিরভাগ এজেন্টই গা ঢাকা দিয়েছেন। শ্রীনগরের মাহোবা থানায় এফআইআর দায়ের করেন এক প্রতারিত ব্যক্তি। ওই সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। তাতেই উঠে আসে অভিনেতা শ্রেয়স তলপড়ে এবং অলোক নাথের নাম। দুজনে কমপক্ষে ৯ কোটি টাকা প্রতারণা করেছেন বলেই অভিযোগ। গোমতী নগর এবং সোনিপথ থানাতেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এদিকে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে কাজ করেছেন শ্রেয়স। ওই ছবিতে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল রয়েছেন। এছাড়া ‘হাউসফুল ৫’ ছবিতেও কাজ করছেন শ্রেয়স। সেখানেও রয়েছেন অক্ষয় কুমার। সঙ্গে থাকছেন রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের মতো তারকারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.