সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’ বয়কটের ডাক। এই ছবির ‘বেশরম’ গান মুক্তি পেতেই বিতর্কের ঝড় নানামহলে। বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে এই ছবিকে নিষিদ্ধ করার হুশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবিরের একাংশ। ঠিক এমন সময়ই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শাহরুখের বক্তব্যে উঠে এল ছবি বয়কটের প্রসঙ্গ । সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ তুলে শাহরুখ যেন ছুঁয়ে গেলেন ‘বয়কট পাঠান’ বিতর্ককে।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহরুখ তাঁর বক্তব্য সিনেমা ও সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গকে টেনে আনেন। শাহরুখ বলেন, ” অনেক সময়ই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা বক্তব্যে নিম্নমানের মানসিকতার পরিচয় পাওয়া যায়। যা কিনা সিনেমার ভাষাকে ব্যহত করে। সিনেমাকে নেগেটিভ হিসেবে প্রচার করে। সিনেমার উদ্দেশ্যকে ভুলভাবে প্রচার করে। তবে আমার বিশ্বাস, এই সমাজে সিনেমার গুরুত্ব রয়েছে। এটি মানুষের কাছে সহজভাবে পৌঁছে যাওয়ার অন্যতম এক মাধ্যম।’
তবে বক্তব্যের শেষ কিন্তু করেন ফিল্মি কায়দায়। ‘পাঠান’ ছবির জনপ্রিয় সংলাপ বলে, শাহরুখ বলেন, ”তবে যাই হয়ে যাক, আপনার, আমার মতো পজিটিভ মানুষেরা…অভি তক জিন্দা হ্যায়!”
এদিন আর কী বলছেন বলিউড বাদশা?
বৃহস্পতিবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাঁদের হাট। কিন্তু দর্শকরা যেন অধীর অপেক্ষায় বসেছিলেন বলিউড বাদশা ওরফে পাঠান শাহরুখ খানের জন্য। শাহরুখ মঞ্চে আসতেই চিল চিৎকার। আর যেই না বাংলায় শুরু করলেন বক্তব্য, মিনিটেই সবার মন কেড়ে নিলেন বাংলা ব্যান্ড অ্য়াম্বাসেডর।
কলকাতায় আসার পথে শাহরুখকে ঠিকঠাক বাংলা শিখিয়েছেন রানি মুখোপাধ্যায়। এমনকী, বক্তব্যের কিছু অংশ লিখেও দিয়েছেন তিনি। তাই বক্তব্যের শুরুতেই রানিকে ধন্যবাদ জানাতে ভোলেননি শাহরুখ। শাহরুখ বলেন, ”দিদিকে কথা দিয়েছিলাম। বাংলায় বক্তব্য রাখব। সেটাই চেষ্টা করছি। তবে এই বাংলা আমাকে রানি শিখিয়েছে। যদি কিছু ভুল বলি, তাহলে রানির দোষ।” তারপরেই সবার উদ্দেশে শাহরুখ বলে উঠলেন, অনেকদিন দেখা হয়নি তো! সবাই নিশ্চয়ই ভাল আছেন। সত্যিই আপনাদের ভালবাসি। ‘
প্রসঙ্গত, শাহরুখ খানের পাঠান ছবির ‘বেশরম রং’ গান মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। তবে এখনও জিইয়ে রয়েছে আন্দোলনের আঁচ। মধ্যপ্রদেশের ইন্দোরে বলিউড কিং খানের কুশপুতুল দাহ করলেন হিন্দুত্ববাদীরা। ছবি বয়কটের দাবিও জানান তাঁরা।
‘পাঠান’ (Pathaan) ছবির প্রথম গান প্রকাশ্যে আসবে। নতুন এই গানে দীপিকার পাশাপাশি শাহরুখও যে বেশ ‘বেশরম’ হতে চলেছেন, তা আগে থেকেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। তাতেই গানটি দেখার আগ্রহ বেড়েছিল। অধীর অপেক্ষায় ছিলেন শাহরুখ-দীপিকার অনুরাগীরা। গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে আসে ‘বেশরম’। তাতেই তোলপাড় নেটদুনিয়া।
‘পাঠান’ ছবির গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, “পাঠান ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।” তাঁর কথায়, “পাঠান ছবির এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি।”
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে বিতর্কের মাঝেও ইউটিউবে গানটির ভিউ বাড়ছে হু হু করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.