Advertisement
Advertisement

Breaking News

Shahrukh Khan

মন্নত নয়, এবার আম্বানির জমিতে জন্মদিন সেলিব্রেট করবেন শাহরুখ, কেন জানেন?

২ নভেম্বর মুক্তি পাবে শাহরুখের 'ডাঙ্কি' ছবির টিজার।

Shah Rukh Khan to celebrate 58th birthday with star-studded bash at NMACC| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 1, 2023 3:38 pm
  • Updated:November 1, 2023 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ৫৮- এ পা দেবেন বলিউড বাদশা শাহরুখ খান। বাদশার জন্মদিন বলে কথা, ইতিমধ্যেই মুম্বই জুড়ে শাহরুখের বার্থডে সেলিব্রেশন নিয়ে নানা প্ল্য়ান। তবে এবারটা কিন্তু শাহরুখের (Shahrukh Khan) বার্থডে নতুন চমক। বরং বলা ভালো, প্রথা ভাঙলেন শাহরুখ। মন্নত ছেড়ে এবারে শাহরুখ তাঁর জন্মদিন সেলিব্রেট করতে চলেছেন আম্বানির তৈরি কালচারাল সেন্টারে। হ্য়াঁ, ২ নভেম্বর তারকাখচিত পার্টির মধ্য়ে দিয়ে মুকেশ আম্বানির তৈরি NMACC- ( নীতা ও মুকেশ আম্বানি কালচারাল সেন্টার ) এ সেলিব্রেট করা হবে শাহরুখের বার্থডে। এই পার্টির পুরো দায়িত্ব সামলাবেন শাহরুখের সেক্রেটারি পূজা দাদলানি।

তা কী কী হবে শাহরুখের বার্থডে পার্টিতে?

Advertisement

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শাহরুখের জন্মদিনের পার্টির তেমন কোনও থিম থাকছে না। থাকছে না কোনও ড্রেস কোডও। তাই অতিথি আসবেন একেবারে বিন্দাস অবতারে। শোনা যাচ্ছে, বার্থডে সেলিব্রেশেনের মধ্য়ে দিয়ে শাহরুখ নাকি পাঠান ও জওয়ান ছবির সাফল্য়কেও উদযাপন করবেন। বলিউডের সব তারকার ঘরেই যাবে নিমন্ত্রণের কার্ড। এমনকী, বিদেশ থেকে উড়ে আসবেন শাহরুখের স্পেশাল অতিথিরা। সূত্রের খবর, শাহরুখের একটাই দাবি, কোনও উপহার আনা চলবে না!

[আরও পড়ুন: সকাল সাতটাতেও থাকছে শো, কবে থেকে কিনতে পারবেন ‘টাইগার ৩’র টিকিট?]

‘পাঠান’ ছবির পর ‘জওয়ান’। শাহরুখ ঝড়ে বলিউডের বক্স অফিস দারুণ চাঙ্গা। সঙ্গে শাহরুখভক্তরা তো কিং খানের নতুন অবতার দেখে হইচই ফেলে দিয়েছেন। এবার অপেক্ষা শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি। যেখানে পাঠান,জওয়ানের লুক ছেড়ে ফের নতুন অবতারে দেখা যাবে শাহরুখকে। শোনা যাচ্ছে, বড়দিনেই নাকি মুক্তি পাবে শাহরুখের এই ছবি। তবে এসবের আগে, জন্মদিনেই নাকি প্রকাশ্য়ে আসবে ডাঙ্কি ছবির প্রথম ঝলক। অন্যদিকে সূত্র বলছে, শাহরুখের হাত ধরে ‘মন্নত’ থেকেই নাকি ‘ডাঙ্কি’ ছবির ৫৮ সেকেন্ডের টিজার মুক্তি পাবে।

‘পাঠান’, ‘জওয়ান’ ব্লক বাস্টার হওয়ার পর ‘ডাঙ্কি’র পালা। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে বড়দিনেই বড়চমক দেওয়ার কথা ছিল শাহরুখের। অন্যদিকে, আদিপুরুষ ঢাহা ফ্লপ হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন ‘আদিপুরুষ’ প্রভাস। সিনে সমালোচকরা বলছেন, বক্স অফিসের লড়াইয়ে প্রভাস এখন বাজিমাত করতে মরিয়া। তাই ডাকাবুকো হয়ে শাহরুখের সঙ্গে বড়দিনে ফাইট করবেন প্রভাস।

[আরও পড়ুন: সকাল সাতটাতেও থাকছে শো, কবে থেকে কিনতে পারবেন ‘টাইগার ৩’র টিকিট?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement