Advertisement
Advertisement

Breaking News

Sayan Ghosh

ক্যানসার আক্রান্ত বোন, অনুরাগীদের কাছে অর্থসাহায্য চাইলেন অভিনেতা সায়ন ঘোষ

চিকিৎসার জন্য প্রায় ৫০ লক্ষ টাকা প্রয়োজন, জানিয়েছেন সায়ন।

Actor Sayan Ghosh urges fans to help for his sister's cancer treatment | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 31, 2022 9:05 am
  • Updated:October 31, 2022 9:05 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় একমাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছে বোন। চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। প্রয়োজন ‘ও’ পজিটিভ (O Positive) গ্রুপের রক্ত। এমন কঠিন সময়ে অনুরাগীদের দ্বারস্থ হলেন অভিনেতা সায়ন ঘোষ (Sayan Ghosh)। নিজের অভিনয়ের মাধ্যমে এতদিন যাঁদের মুখে হাসি ফুটিয়েছেন, তাঁদের কাছেই চাইলেন অর্থ সাহায্য।

Sayan-Ghosh-1

Advertisement

‘রেস্ট ইন প্রেম’, ‘বিরহী’র মতো ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন সায়ন। অভিনেতা হিসেবে তাঁর বেশ কদর রয়েছে। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ অভিনেতা ফেসবুকে নিজের বোনের ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। লেখেন, “আমার বোন চন্দ্রসেনা কোনার চক্রবর্তী বিগত একমাস ধরে ব্লাড ক্যানসারে ভুগছে। ডাক্তারের কথা অনুযায়ী ওর চিকিৎসা ও বোনম্যারো (অস্তিমজ্জা) ট্রান্সপ্লান্টের জন্য ৫০ লাখের বেশি টাকার প্রয়োজন। আর প্রয়োজন প্রচুর ‘ও’ পজিটিভ ব্লাড ডোনার।”

[আরও পড়ুন: মৃত্যুর আগে একটি কাজ অবশ্যই করে যেতে চান শ্রীলেখা মিত্র, কী ইচ্ছে অভিনেত্রীর?]

এরপরই আবার সায়ন লেখেন, “আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই খারাপ সময়ে কিছু আর্থিক সাহায্য করুন এবং রক্তদানে ইচ্ছুক ‘ও’ পজিটিভ রক্তদাতারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমি যদি আপনাদের কিছুটা আনন্দ দিয়ে থাকি আশা করি আমার এই দুঃখের সময়ে আপনারা আমার পাশে থাকবেন।” অর্থ সাহায্য করার জিপে এবং ফোনপে নম্বরও (৯৬৭৪৩৭৪৫৭০) দিয়েছেন সায়ন। 

জিপে এবং ফোনপে নম্বরের পাশাপাশি আরও দু’টি লিঙ্ক নিজের পোস্টের নিচে সায়ন শেয়ার করেছেন। যাতে ক্লিক করে সেই সাইটে ঢুকে তাঁর বোনের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করা যেতে পারে। সায়নের এই পোস্টে একজন রক্তদান করতে আগ্রহী হয়েছিলেন। কীভাবে যোগাযোগ করবেন তা জানতে চেয়েছিলেন। তাতে আবার অভিনেতা নিজের জি-মেল আইডি ([email protected]) দিয়ে সেখানে যোগাযগ করতে বলেন এবং রক্তদাতার লোকেশনও জানতে চান। 

[আরও পড়ুন: পেনের কালি শেষ, পরীক্ষায় ১০০ পাওয়া হল না নায়িকার! হাসির খোরাক ‘মাধবীলতা’ সিরিয়াল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement