সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আবহে সক্রিয় রাজনীতিতে পা রাখলেন অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলিপাড়ার তারকা।
ধারাবাহিক ‘বয়েই গেল’র মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন সৌরভ। ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন ‘গ্যাংস্টার’, ‘ফাইনালি ভালবাসা’, ‘সোয়েটার’, ‘চিনি’র মতো সিনেমার মাধ্যমে। সিনেমার চেয়েও সৌরভের জনপ্রিয়তা ওয়েব দুনিয়ার দর্শকের কাছে বেশি। ‘চরিত্রহীন’-এর সতীশ, ‘মন্টু পাইলট’-এর মন্টু থেকে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর মরা, প্রত্যেক চরিত্রে দর্শকদের ভালবাসা পেয়েছেন। সৌরভের অভিনয়ের প্রশংসা করেন টলিউডের অনেক তারকাই।
সৌরভ যে রাজনীতিতে যোগ দেবেন, সেই খবর আগেই শোনা গিয়েছিল। বৃহস্পতিবার অভিনেতার জন্মদিনে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, আগে থেকে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়। যখন নিজে জানবেন, তখনই প্রকাশ্যে জানাবেন। তা জানালেন শুক্রবারই। পার্থ চট্টোপাধ্যায়ের পাশে বসে বললেন, “আমি জানি আমি কীসের জন্য আজকে এখানে বসে আছি। ছোটবেলা থেকেই ভাবতাম মানুষের সবসময় ভাল হওয়া উচিত। সেটা বাবার থেকে শেখা। কখনও ভাবিনি এমন একজন মানুষের হাত মাথায় পাব। মাননীয়া মুখ্যমন্ত্রী একজন অনুপ্রেরণা। এটা সবাই জানে। আজকে সেই মানুষটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে ভেবেছেন আমি এই স্থানের যোগ্য, তার আমি জন্য কৃতজ্ঞ।”
এরপরই নিজের অভিনয় জীবনের শুরুর কথা বলেন সৌরভ। জানান, বাবার ইচ্ছে পূরণ করতেই তাঁর অভিনয়ে আসা। এবার রাজনীতিতে এসেছেন মানুষের জন্য কাজ করতে। বেশি কথা বলায় তিনি বিশ্বাসী নন বলেই জানান। তার বদলে মানুষের জন্য কাজ করতে চান তিনি। সৌরভের বিশ্বাস, মন থেকে কাজ করলেই সাফল্য মেলে। সেই বিশ্বাস থেকেই মানুষের পাশে দাঁড়াতে চান অভিনেতা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.