Advertisement
Advertisement

Breaking News

Sanjay Dutt

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর চোট, রক্তাক্ত অবস্থায় হাসপাতলে ছুটলেন সঞ্জয় দত্ত!

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই বিপত্তি!

actor Sanjay Dutt got injured on Puri Jagannadh’s Double Ismart set| Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 14, 2023 5:21 pm
  • Updated:August 14, 2023 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্কটরোগের চিকিৎসা সামলে বর্তমানে পুরোদস্তুর সিনেমার কাজে ব্যস্ত। একের পর এক ছবির শুটিং করছেন সঞ্জয় দত্ত। এবার থাইল্যান্ডে নতুন ছবির অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে বিপদের মুখে পড়তে হল সঞ্জুবাবাকে। আহত হয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হল অভিনেতাকে।

প্রসঙ্গত, সম্প্রতি থাইল্যান্ডে ‘ডাবল ইস্মার্ট’-এর শুটিং শুরু করেছিলেন সঞ্জয় দত্ত। যে ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করবেন দক্ষিণী তারকা রাম পোথিনেনি। পরিচালক জগন্নাথ পুরী। চলতি বছর জুলাই মাসেই ‘ডাবল ইস্মার্ট’-এর লুক প্রকাশ্যে নিয়ে এসেছিলেন সঞ্জয় দত্ত। এবার সেই সিনেমার তুখড় অ্যাকশন সিকোয়েন্সের শুট করতে গিয়েই আহত হলেন সঞ্জয় দত্ত।

Advertisement

[আরও পড়ুন: ৩ দিনেই ১৩৫ কোটি! সানি দেওলের ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে মাইলস্টোন ‘গদর ২’]

সূত্রের খবর, ‘ডাবল ইস্মার্ট’-এর অ্যাকশন দৃশ্যে তরবারি যুদ্ধের দৃশ্যের শুট চলছিল। সেখানেই আচমকা চোট পান মাথায়। এরপর রক্তাক্ত অবস্থাতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় সঞ্জয় দত্তকে। বেশ কয়েকটা সেলাই পড়ে তাঁর মাথায়। তবে নিজের জন্য শুটিং থামিয়ে রাখেননি অভিনেতা।

জানা গিয়েছে, সেদিন বিশ্রাম নিয়েই নাকি পরদিন থেকে পুরোদমে শুটিং শুরু করেছেন সঞ্জয় দত্ত। সব ঠিক থাকলে ২০২৪ সালের মার্চ মাসে মুক্তি পাবে ‘ডাবল ইস্মার্ট’। পরপর আরও দুটি বিগ বাজেট সিনেমা- ‘লিও’, ‘ওয়েলকাম ৩’ রয়েছে বলিউড অভিনেতার হাতে।

[আরও পড়ুন: ‘কেউ ফিরেও তাকায়নি, আপনি যা করলেন…’, ‘ব্যোমকেশ’ দেবের কীর্তিতে আপ্লুত মহিলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement