Advertisement
Advertisement

Breaking News

মোহিত বাঘেল

ফের দুঃসংবাদ বলিউডে, প্রয়াত সলমনের ‘রেডি’ সিনেমার সহ-অভিনেতা মোহিত বাঘেল

অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিণীতি, সিদ্ধার্থ-সহ আরও অনেকে।

Actor Salman Khan 'Ready' co-actor Mohit Baghel dies on Saturday
Published by: Sandipta Bhanja
  • Posted:May 24, 2020 12:43 pm
  • Updated:May 24, 2020 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন বলিউড অভিনেতা মোহিত বাঘেল। একের পর এক দুঃসংবাদ বলিউডে। এপ্রিলের শেষেই প্রয়াত হয়েছেন বলিউডের দুই মহাতারকা ইরফান খান এবং ঋষি কাপুর। বলিপাড়ার আকাশে যেন কালো মেঘ ঘনিয়েছে। এবার চিরনিদ্রায় গেলেন মোহিত বাঘেল। যিনি কিনা সলমন খানের জনপ্রিয় সিনেমা ‘রেডি’তে অভিনয় করে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন। 

মারণ কর্কটরোগ বাসা বেঁধেছিল মোহিতের শরীরে। গত ডিসেম্বরেই ধরা পড়ে যে অভিনেতার ক্যানসার হয়েছে।  তারপর থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন মোহিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ থেকে বিরতি নিতে হয়েছিল। মাস কয়েক অসুস্থ থাকার পর শনিবার, ২৩ মে চিরতরে চলে গেলেন মোহিত বাঘেল।  সলমন খানের সহ-অভিনেতা মোহিতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা। অভিনেত্রী পরিণীতি চোপড়া, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা থেকে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’-এর পরিচালক রাজ শান্ডিল্য, মোহিতের মৃত্যুর খবর পেয়ে মুষড়ে পড়েছেন অনেকেই।

Advertisement
‘রেডি’ সিনেমার দৃশ্যে মোহিত বাঘেল

উল্লেখ্য, মোহিত পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রার ‘জবড়িয়া জোড়ি’ ছবিতে অভিনয় করেছেন। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিণীতি বলেছেন, সবসময়ে প্রাণবন্ত, পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলত। ভাল থেকো মোহিত। সিদ্ধার্থ বলেছেন, “মোহিত ভীষণই ট্যালেন্টেড ছেলে। সবসময়ে হাসিখুশি থাকত। ভীষণই দুঃখ পেলাম খবরটা শুনে। মোহিতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

[আরও পড়ুন: শরীরে কোনও উপসর্গ নেই, করোনা আক্রান্ত বলিউড অভিনেতা কিরণ কুমার]

[আরও পড়ুন: ‘আমফান, প্লেন ক্র্যাশ,করোনা আর কী দেখতে হবে!’, পাকিস্তানের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ বলিউডের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement