সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে সলমন ম্যাজিক। যা দেশের গণ্ডি পেরিয়ে এবার গিয়ে পৌঁছল সৌদি আরবে। সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া বিনোদনমূলক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যক্তিত্বের সম্মান পেলেন বলিউডের ‘দাবাং খান’। নিজের ইনস্টাগ্রামে পুরস্কার হাতে ছবি পোস্ট করে আরববাসীকে ধন্যবাদ জানিয়েছেন সলমন। এই অনুষ্ঠানে হাজির ছিলেন হলিউডের নায়ক জন ট্রাভোল্টাও।
সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) সঙ্গে বহু দিনের সম্পর্ক সলমনের। সেদেশে সলমনের অনুরাগীদের সংখ্যাও প্রচুর। তাই সলমনের এই জনপ্রিয়তাকে স্বীকৃতি দিতেই অভিনেতাকে এই সম্মান দেওয়া হল। সৌদি আরবের রাজ পরিকবারের উপদেষ্টা তুর্কি আলাল শেখের হাত থেকে পুরস্কার নিয়ে সোশ্যাল মিডিয়ায় সলমন লেখেন, ‘আমার ভাই বু নাসের, তোমার সঙ্গে দেখা হওয়ায় আমি আপ্লুত।’ অনুষ্ঠানের সন্ধ্যায় সলমন অনুরাগীদের জানান, ‘এদেশ আমাকে ১২ বছর বয়স থেকে চেনে। এখন আমার বয়স ৫৬। আমার যাত্রাটা আবারও যেন শুরু হল। সৌদি আরব আমার অত্যন্ত পছন্দের।’
View this post on Instagram
কথায় কথায় সলমন জানান, ‘এখানে দেখা হয়েছে হলিউড অভিনেতা জন ট্রাভোল্টার সঙ্গে। আমি তাঁকে জানিয়েছি, আমি ভারতীয় সিনেমার অভিনেতা। আমার নাম সলমন খান।’
রবিবার তাঁর সঞ্চালনায় ‘বিগ বস ১৫’ শেষ হয়েছে। অভিনেত্রী তেজস্বী প্রকাশ সেরা খেতাব জেতায় বিতর্কের মুখে পড়েছেন সলমনও। অন্যদিকে, গত বছরই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘অন্তিম’। ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও প্রশংসিত হয়েছেন সলমন খান। অন্যদিকে, সলমন এখন ব্যস্ত রয়েছেন ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে। এই ছবিতে তাঁকে দেখা যাবে ক্যাটরিনা কাইফের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.