Advertisement
Advertisement
Salman Khan

‘টাইগার’ সুপারহিট! এবার করণ জোহরের ছবিতে বাম্পার চমক দেবেন সলমন

সলমনের বিপরীতে থাকছেন কে?

Salman Khan CONFIRMS Action Film With Karan Johar Titled The Bull| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 25, 2023 1:11 pm
  • Updated:November 25, 2023 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিটের মুখ দেখতে নাকি করণ জোহরের দ্বারস্থ হয়েছেন সলমন খান। জল্পনা এমনটাই ছিল। সলমন নাকি করণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। দুজনের কথাও নাকি চলছিল নতুন ছবি নিয়ে। তবে এত গল্পের মাঝে টুক করে বক্স অফিসে বাজিমাত করল সলমনের ‘টাইগার ৩’। বহুদিন বাদে হিটের স্বাদ পেয়ে আহ্লাদে আটখানা বলিউডের ভাইজান। এতদিন করণের সঙ্গে ছবি নিয়ে যিনি মুখে কুলুপ এঁটেছিলেন, এবার খুল্লমখুল্লা সেই ছবিরই বিস্তারিত জানিয়ে দিলেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সলমন জানালেন, ”আপাতত আমার হাতে অনেকগুলো ছবি রয়েছে। দ্য বুল, দাবাং ওয়ান্স এগেন, কিক, সূরজ বরজাতিয়ার নতুন ছবি। তাই এখন আমি খুব ব্যস্ত এবং আনন্দে রয়েছি।” সূত্র বলছে, ‘দ্য বুল’ ছবিরই প্রযোজনা করছেন করণ জোহর। যার পরিচালক ‘শেরশাহ’ ছবি খ্যাত বিষ্ণু বর্ধন। গুঞ্জনে রয়েছে এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সামান্থাকে।

Advertisement

[আরও পড়ুন: ড্রাগ মাফিয়া, অসহায় বাবা, আর বেঁচে থাকার লড়াইয়ের কথা বলে জিত-জীতুর ‘মানুষ’]

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল করণ জোহরের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই ছবিতে বিশেষ চমক হিসেবে ছিলেন সলমন। তারপর করণের ছবিতে আর অভিনয় করেননি তিনি। শোনা যাচ্ছে, করণের ‘দ্য বুল’ একেবারেই অ্য়াকশন প্যাকড একটি ছবি। ডিসেম্বরের শুরুতেই শুরু হবে এই ছবির শুটিং।

[আরও পড়ুন: ‘শাহরুখ আর আমি জয়-বীরু, আমির তুমিও এসো’, ফাঁস সলমনের ‘মহাগটবন্ধন’ প্ল্যান]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement