Advertisement
Advertisement

Breaking News

Salman Khan

মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে মুখোমুখি ঐশ্বর্য-সলমন! কেন এলেন না অভিষেক বচ্চন?

ঐশ্বর্য ও অভিষেকের মধ্যে নাকি তুমুল অশান্তি চলছে!

Salman Khan And Aishwarya Rai Bachchan at Manish Malhotras diwali party| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 7, 2023 9:45 am
  • Updated:November 7, 2023 10:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিনে শুধুমাত্র একটা ছবি পোস্ট করেই কাজ সেরেছিলেন অভিষেক বচ্চন। অন্যদিকে, জন্মদিনের পার্টির ছবিতেও দেখা যায়নি জুনিয়ার বচ্চনকে। নিন্দুকদের কথায়, বচ্চন পরিবারে নাকি ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্ক নিয়ে নানা অশান্তি। অমিতাভকন্য়া শ্বেতার উপস্থিতিতেই নাকি ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্কের তিক্ততা বাড়ছে। তবে সর্বদা চুপচাপ থাকা ঐশ্বর্য কিন্তু এবারও মুখে কুলুপ এঁটেছেন। উলটে হাসিখুশি থেকেই ঘুরে বেড়াচ্ছেন বলিউডের নানা পার্টিতে।

এই যেমন দেখুন, সম্প্রতি মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে সেজেগুজে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। লাল রঙের উজ্জ্বল পোশাকে পুরো পার্টির নজর কেড়ে নিয়েছিলেন জুনিয়ার বচ্চন ঘরনি। তাঁকে দেখে ক্য়ামেরার ঝলকানিও থামছিল না। তবে সবাই জুটিতে আসলেও, ঐশ্বর্য কিন্তু একাই এসেছিলেন। আশেপাশে দেখা যায়নি অভিষেক বচ্চনকে। এমনকী, পাপারাৎজ্জিরা অভিষেকের কথা জিজ্ঞাসা করলে ঐশ্বর্য এড়িয়ে যান। লোকে বলছে, বাড়তে থাকা অশান্তির কারণেই নাকি এই পার্টিতে ঐশ্বর্যর সঙ্গে আসেননি অভিষেক।

Advertisement

[আরও পড়ুন: Mamata Banerjee: সিঙ্গুর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, মুখ খুললেন মমতা]

তবে মণীশের এই পার্টির কাহিনিতে টুইস্ট। অভিষেক না এলেও, ঐশ্বর্যের সঙ্গে দেখা হয়েছে সলমনের! সূত্রের খবর, দৃষ্টি বিনিময় হলেও, দুজনে কিন্তু একটিও কথা বলেননি। আলাদা আলাদা ফটোশুট করে, যে যার মতো ঢুকে গিয়েছেন মণীশ মালহোত্রার পার্টিতে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: দিওয়ালিতে মোদির ‘লোকাল’ ক্যাম্পেনের ‘ভোকাল’ মুখ সিরিয়ালের ‘অনুপমা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement