Advertisement
Advertisement

Breaking News

Saif Ali Khan

বাড়িতে ঢুকে হামলা, ছুরির আঘাতে রক্তাক্ত সইফ আলি খান, ভর্তি হাসপাতালে

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে কোপাল দুষ্কৃতীরা।

Actor Saif Ali Khan attacked with sharp weapon at home
Published by: Subhajit Mandal
  • Posted:January 16, 2025 8:26 am
  • Updated:January 16, 2025 8:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা সইফ আলি খানের উপর হামলা। গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে কোপাল দুষ্কৃতী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সইফ। তবে তিনি আপাতত বিপদমুক্ত বলেই খবর।

সূত্রের খবর, বুধবার মধ্যরাতে সইফের বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতী ঢুকে পড়ে। মনে করা হচ্ছে চুরির উদ্দেশেই সইফের বাড়িতে ঢোকে ওই দুষ্কৃতী। সে ঘরে ঢোকার চেষ্টা করলে অভিনেতার ঘুম ভেঙে যায়। তিনি দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির মধ্যেই একাধিকবার সইফকে আঘাত করে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসারত। আপাতত সইফ বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রের খবর।

Advertisement

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের ‘নবাবে’র উপর হামলা চালালো, সন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতী। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ্যে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

মধ্যরাতে যেভাবে সইফের মতো প্রথম সারির অভিনেতার বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হল, তাতে অভিনেতাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে। আসলে ইদানিং বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে এমনিতেই একটা ভীতির পরিবেশ রয়েছে। সলমন খান লাগাতার বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পাচ্ছেন। তাঁর ফ্ল্যাটের বাইরে গুলিও চলেছে। শাহরুখ খানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। সদ্য বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। এবার সইফের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত বলিউড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement